ঢাকাস্থ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন আহ্বায়ক কমিটি গঠন হয়েছে। এতে আহ্বায়ক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাকিব হোসেন ও সদস্য সচিব ঢাবি অধিভুক্ত কবি নজরুল সরকারি কলেজের ছাত্র এম.জে.এইচ নোমান। যুগ্ম আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শামীমা আক্তার সহ ১২ জনের নাম উল্লেখ রয়েছে। এছাড়াও সদস্য পদে ১৩ জনের নাম ঘোষণা করা হয়।
উল্লেখ্য, ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মুক্তাগাছা উপজেলার বাসিন্দা হিসাবে যারা লেখাপড়া করেন তাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় ও পরস্পর সহযোগিতা করার লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছে এই ছাত্র সংগঠনটি।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com