খাগড়াছড়ি জেলার রামগড়ে ২০২১-২২ অর্থবছরে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ, প্রজেক্ট (এনএটিপি২), মৎস্য অধিদপ্তর অংগ এর আওতায় উপজেলার ৪জন সিআইজি মৎস্যচাষীদের মধ্যে উন্নত প্রযুক্তি প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়েছে।
রামগড় উপজেলা মৎস্য অফিসের আয়োজনে, উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন আরাফাত এর সভাপতিত্বে ১৩জুন (সোমবার) সকাল ১১ঘটিকায় এসব উপকরণ বিতরণ করা হয়। উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী,এছাড়াও আরো উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদে মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস, উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ দিদারুল আলম প্রমুখ।
রুইজাতীয় মাছের মিশ্রচাষ প্রযুক্তির প্রদর্শনী প্রাপ্ত ৪জন হলেন বৈদ্যপাড়ার উসাংচিং মগিনী, তৈচালার খগেন্তী ত্রিপুরা, রসুলপুর এলাকার মিতালী ত্রিপুরা, চাঁন্দপাড়ার ফেরদৌস আক্তার (সাথী)। উল্লেখিত উপকরণ হলো- রুই, কাতল, শরপুটি, মৃগল, ২২.৫কেজি, খাদ্য ১৮৫ কেজি বিতরণ করা হয় প্রতিজনকে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com