খরিপ ২০২২-২৩ মৌসুমে বিভিন্ন জাতের মসলা জাতীয় ফসলের চাষ বেড়েছে জেলায়।
জেলায় চলতি মৌসুমে ৮১৯ হেক্টরে মরিচ, ৫২৪ হেক্টরে আদা, ১৫৩২ হেক্টরে হলুদ আবাদ হয়েছে।
এদিকে, কৃষি বিভাগ মসলা জাতীয় ফসল উৎপাদনে কৃষকদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করেছে।
জেলার ফুলবাড়ীয়া উপজেলায় এ ধরনের মসলা জাতীয় সবজির আবাদ বেশি হয়েছে বলে কৃষি বিভাগ জানান, এ উপজেলায় ৮১০ হেক্টরে এবার হলুদের আবাদ হয়েছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com