জেলায় আজ জিংক সমৃদ্ধ ব্রি-৭৪ ধান ও চাল সংগ্রহ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দিনব্যাপী শহরের বিডি হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা খাদ্য বিভাগ এই কর্মশালার আয়োজন করেছে। সহযোগিতায় ছিল বেসরকারি সংস্থা গেইন এবং হারভেস্ট প্লাস ।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: আবু হোসেন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) নইমুল হুদা সরকার।
ঠাকুরগাঁও জেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলামের সভাপতিত্বে এ কর্মশালায় আরো বক্তব্য রাখেন গেইন’র প্রকল্প ব্যবস্থাপক আবুল বাসার চৌধুরী, হার্ভেস্ট প্লাসের প্রকল্প কর্মকর্তা রুহুল কুদ্দুস, চালকল মালিক মনিরুল ইসলাম প্রমুখ।
কর্মশালায় জিংক সমৃদ্ধ ব্রি- ৭৪ ধান ও চাল সংগ্রহ বিষয়ক পাওয়ার পয়েন্ট পৃথক প্রেজেন্টেশন উপস্থাপন করেন গেইন’র প্রকল্প ব্যবস্থাপক আবুল বাসার চৌধুরী, হার্ভে¯ট প্লাসের প্রকল্প কর্মকর্তা রুহুল কুদ্দুস।
কর্মশালায় বক্তারা জিংক সমৃদ্ধ ব্রি-৭৪ ধান ব্যবহার বৃদ্ধি করে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
ঠাকুরগাঁও খাদ্য বিভাগের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, কৃষি বিভাগের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক, উন্নয়ন সহযোগী, এনজিও প্রতিনিধি এবং চালকল মালিকরা কর্মশালায় অংশ নেন।
উল্লেখ্য, জিংক সমৃদ্ধ ব্রি-৭৪ ধান ও চাল সংগ্রহ বিষয়ক এ প্রকল্পে বিভিন্ন জেলায় কাজ করা হচ্ছে। এর মধ্যে দক্ষিণাঞ্চলের ভোলা, বরিশাল এবং উত্তরাঞ্চলের রংপুর, ঠাকুরগাঁও, গাইবান্ধা ও লালমনিরহাটে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
এ প্রকল্পে সকলের জিংক পুষ্টি পূরণে জিংক সমৃদ্ধ ধান উৎপাদন ও এর ব্যবহার বৃদ্ধিতে সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com