লাল, হলুদ, সাদা, কমলা ও গোলাপিসহ বেশ কয়েকটি রঙের জারবেরার বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে এখন ঢাকার সাভারে। সারা বছরই এই জারবেরা ফুল ফোটে। একটি গাছ থেকে বছরে ৫০ থেকে ৬০টি ফুল পাওয়া যায়। সাধারণত জারবেরা ফুল গাছ থেকে তোলার পরও ১০-১২ দিন পর্যন্ত সতেজ থাকে। ফলে এই ফুলের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
দো-আঁশ বা বেলে দো-আঁশ মাটি জারবেরা চাষের জন্য উপযুক্ত। জারবেরা গাছের জন্য পলিথিনের শেড তৈরি করে নিতে পারলে ভাল হয়। সাভারের চাষীরা ভারত থেকে চারা এনে এ ফুলের চাষ করছেন।
সাভার উপজেলার বিরুলিয়া ও ভাকুর্তাসহ বেশ কয়েকটি ইউনিয়নে বাণিজ্যিকভাবে এই বিদেশি ফুল জারবেরার চাষ হচ্ছে। অন্য ফুলের তুলনায় লাভ বেশি হওয়ায় অনেকেই এখন জারবেরা চাষে আগ্রহী হচ্ছেন। সরেজমিনে দেখা গেছে, বিস্তীর্ণ এলাকাজুড়ে রঙ-বেরঙের বিদেশি জারবেরা ফুল ফুটে রয়েছে।
বিরুলিয়া এলাকার এভারগ্রীন ভ্যালি নামের বাগানের ম্যানেজার ইনজামামুল হক রোকন বলেন, তারা বাণিজ্যিকভাবে চাষ করছেন জারবেরা ফুলের। ঢাকায় এ ফুলের দুইটি পাইকারি বাজার রয়েছে। পাইকারি দরে প্রতিটি ফুল বিক্রি হয় ১০ থেকে ১২ টাকা। ফুলের দোকানে খুচড়া বিক্রি হয় ২০ থেকে ৩০ টাকায়। তবে বিশেষ দিনগুলোতে চাহিদা বেশি থাকায় তখন দামও বেড়ে যায়। এই এলাকার অনেকেই এখন ঝুঁকছেন উচ্চমূল্যের এ জারবেরা ফুল চাষে।
তিনি আরো বলেন, সেড সহ বিঘা প্রতি খরচ ১০ লাখ টাকা। ১ বিঘা জমিতে পাচ হাজার চারা লাগানো যায়। তবে জারবেরা ফুল চাষ করে তারা লাভবান হচ্ছেন। কখনও লোকসান গুনতে হয়নি জারবেরা ফুল চাষীদের।
বাগান কর্মচারী জাহিদ ও শামিম জানায়, ফুল ফোটার পর গাছেই একটি ফুল কমপক্ষে ২০/২৫ দিন সতেজ থাকে। আর তা দীর্ঘায়িত লম্বা স্টিক বা ডাটার কিছু অংশ পানিতে ডুবিয়ে রাখলে আরও ১০/১২ দিন পর্যন্ত সতেজ থাকে। লাল, হলুদ, সাদা, কমলা ও গোলাপীসহ ১০/১২টি রংয়ের ফুল হয়।
সাভার উপজেলা কৃষি কর্মকর্তা নাজিয়াত আহমেদ বলেন, সাভার উপজেলায় প্রায় ২০০ হেক্টর জমিতে বিভিন্ন ফুলের চাষ হয়। তবে ১০ হেক্টর জমিতে জারবেরা চাষ হচ্ছে। জারবেরা একটি বিদেশি ফুল, কাজেই এই জারবেরার উৎপাদন কলাকৌশল এবং পোকা দমন সম্পর্কে ফুল চাষীদের উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। এছাড়া জারবেরা চাষাবাদ সম্পর্কে অনেক চাষীরাই অজ্ঞ, অনেকের ধারণা কম। কাজেই এই ধারণা বৃদ্ধি করতে কৃষি সম্পসারণ অধিদফতর সারাক্ষণই কৃষকের পাশে আছি এবং মনিটরিং করছি।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com