
ফরিদপুরের নগরকান্দা উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা রাজীব রায় এর বিরুদ্ধে মৎস্য অভয় আশ্রম সহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে।
তিন উপজেলার দায়িত্ব পালন করায় তিনি নিয়মিত অফিসে না আসায় ভোগান্তি পোহাতে হয় মৎস্য অফিসে কাজে আসা মানুষের।
উপজেলার চর-ছাগলদি ফিরোজ মোল্লার বাড়ির সামনে কুমারনদীর পাড়ে শুকনো জায়গায় বাঁশের চটি দিয়ে নামে মাত্র মৎস্য অভয় আশ্রম দেখিয়ে দায়সারা কাজ সারেন।যা মৎস্য প্রজনন এর জন্য কোন কাজেই আসবেনা।খাল খনন অনিয়ম, দুর্নীতি , মৎস সপ্তাহ পালনেও দায়সারা কাজ করা সহ তার বিরুদ্ধে নানা অভিযোগ তুলেন ভুক্তভোগীরা।প্রতি বছর মৎস্য অভয় আশ্রম এর জন্য সরকার বরাদ্দ দিলেও তার কোন কাজই সঠিক ভাবে করছেনা এই কর্মকর্তা।উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায় বলেন ৩০ হাজার টাকা সরকার মৎস্য অভয় আশ্রম করতে দিলেও সেখানে ৪০ হাজার টাকার বেশি খরচ করেছি।এছাড়া আপনারা যদি মনে করেন কাজে অনিয়ম হয়েছে তা হলে পত্রিকায়,ফেসবুক, সহ টিভিতে প্রচার করেন তাতে আমার ভালোই হবে।তবে স্হানীয় লোকজন জানান মৎস্য অভয় আশ্রম করতে ১০ হাজার টাকার বেশি খরচ হয়নি। তারা আরও বলেন শুকনো জায়গায় করায় তা কোন কাজেই আসবেনা।স্হানীয় ফিরোজ মোল্লা বলেন একাজে ১০ থেকে ১৫ হাজার টাকা সর্বচ্চ খরচ হতে পারে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
