ঝালকাঠির রাজাপুরে উফশি আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। আজ (১২এপ্রিল) মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান উপস্থিত থেকে চাষীদের হাতে সার ও বীজ তুলে দেন।
এ সময় উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খান, সহকারী কমিশনার (ভূমি) আনুজা মণ্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, কৃষি কর্মকর্তা মো. রিয়াজ উল্লাহ বাহাদুর, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম স্বপন প্রমূখ।
উল্লেখ্য এ উপজেলার ছয় ইউনিয়নে মোট দুই হাজার পাঁচ‘শ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীকে ১বিঘা জমিতে উফশি আউশ চাষে ৫ কেজি বীজ, ডিএপি সার ২০কেজি ও এমওপি সার ১০কেজি হিসেবে সহায়তা প্রদান করা কবে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com