কৃষকদের প্রশিক্ষণ ও বীজ সংরক্ষণের পাশাপাশি সকল ধরনের সহযোগিতার জন্য ঝালকাঠিতে চালু হলো “কৃষক সেবাকেন্দ্র”।
ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই প্রকল্পটি এলজিইডি কর্তৃক এক কোটি ৭৪ লাখ টাকা ব্যায়ে নির্মিত তিনতলা বিশিষ্ট সেবাকেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মূখপাত্র, সাবেক মন্ত্রী আমির হোসেন আমু শনিবার ২৩ এপ্রিল বেলা ১২টায় ফলক উম্মোচন করে সেবা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।
উদ্বোধন শেষে ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত স্থানীয় নেতানকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় যোগদেন আমির হেসেন আমু।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আমু বলেন, ‘এ দেশের মানুষ ধর্মপরায়ন। তাই তাদেরকে ধর্মান্ধ করার জন্য বিভিন্ন গোষ্ঠী নানা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশেষকরে জামায়াত ইসলাম নামে একটি সংগঠন এই প্রচেষ্টার সঙ্গে জড়িত। তারা কখনো প্রকৃত ইসলামের সঙ্গে নেই। ধর্মকে রাজনীতির মধ্যে টেনে এনে কোনভাবে আঘাতকরা উচিত নয়। যারা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে, তারা অবশ্যই নিজেদের স্বার্থসিদ্ধি করার জন্য এটা করেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম শাহ’র সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সভাপতি সরদার মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com