সাভারে একটি গরুর খামারে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা এসময় ওই ফার্মের ছয় লক্ষ টাকা মূল্যের দুটি গরু লুট করে নিয়ে গেছে।
শনিবার (০৭ মে) ভোর রাতে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়ার দত্তপাড়া এলাকার স্থানীয় ব্যবসায়ী শফিকুল ইসলাম সাবুর গরুর খামারে এ ডাকাতির ঘটনা ঘটে। সকালে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
গরুর খামারের মালিক শফিকুল ইসলাম সাবু জানান, ভোর রাতে ৮ থেকে ১০ সদস্যের একদল ডাকাত দল খামারের দুটি গেটের তালা কেটে প্রবেশ করে ২৮টি গরু লুট করার চেষ্টা করে। এসময় ডাকাতরা প্রথমে ফার্মের সবচেয়ে বড় একটি গাভী ও একটি বাছুর লুট করে ট্রাকে তুললে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেয়ে চিৎকার দিলে ডাকাতরা ওই দুটি গরু নিয়ে পালিয়ে যায়। পরে সকালে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় ওই গরুর খামারের মালিকের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাঈনুল ইসলাম বলেন, ঘটনাটি ডাকাতি নয় চুরি তবে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।