ঢাকাশুক্রবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

নীলফামারীতে ‘বঙ্গবন্ধু ধান-১০০’-এর মাঠ ফসলের নমুনা শস্য কর্তন

বাসস
মে ১১, ২০২২ ৫:১২ অপরাহ্ণ
Link Copied!

জেলায় আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত রোগ ও পেকামাকড় সহনশীল এবং জিংক সমৃদ্ধ ‘বঙ্গবন্ধু ধান-১০০’-এর মাঠ ফসলের নমুনা শস্য কর্তন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের দারোয়ানী ব্লকে এ নমুনা শস্য কর্তন অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিক, প্রশিক্ষণ কর্মকর্তা হোমায়রা মন্ডল, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল হাসান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহসীন রেজা রূপম প্রমুখ উপস্থিত ছিলেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় একহেক্টর জমিতে ‘বঙ্গবন্ধু ধান-১০০’ চাষ করা হয়। রোগ ও পেকামাকড় সহনশীল এবং জিংক সমৃদ্ধ মাঝারি চিকন জাতের এই নতুন জাতের ধান চাষে ব্যাপক সফলতা এসেছে। স্বল্প খরছে প্রতিবিঘা জমিতে ফলন হয়েছে ২০ মন ধান।
জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু বক্কর ছিদ্দিক জানান, মাঝারি চিকন হওয়ায় এ জাতের ধানের চাল বাজারে প্রভাব ফেলবে। রোগ ও পেকামাকড় সহনশীল হওয়ায় উৎপাদন খরচ কমবে। এ জাতের চালের ভাত খেতে সুস্বাদু ও জিংক সমৃদ্ধ হওয়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে মানুষের।
তিনি আরও জানান, পরীক্ষামূলক চাষে কৃষকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। ‘বঙ্গবন্ধু ধান-১০০’ এর আবাদ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করছে কৃষি বিভাগ।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com