পুষ্টির চাহিদা পূরণে জিংক সমৃদ্ধ ধানের চাষ বাড়ানোর লক্ষ্যে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে নীলফামারীতে। সোমবার বিকেলে সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের সাবুল্লীপাড়ায় মাঠ দিবসের আয়োজন করে উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন।
এতে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক আনোয়ার হোসেন। ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার স্বপন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিজানুর রহমান বক্তব্য দেন।
অন্যান্যের মধ্যে উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রফুল্ল কুমার রায় ও নন্দ কুমার রায়, আয়োজক সংস্থার টেকনিক্যাল প্রোগ্রাম স্পেশালিস্ট সৈয়দ ছাগির আহমেদ, প্রোগ্রাম স্পেশালিস্ট প্রকাশ চন্দ্র রায় ও প্রোগ্রাম অফিসার অগাস্টিন মিস্ত্রি এবং কৃষক কেশব রায় ও নিতাই রায় বক্তব্য দেন।
এরআগে রবিবার নীলফামারী পৌরসভার আলীপাড়ায়, টুপামারী ইউনিয়নের নিত্যানন্দি এবং পলাশবাড়ি ইউনিয়নের তরুণীবাড়ি এলাকায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। সংস্থার প্রোগ্রাম স্পেশালিস্ট প্রকাশ চন্দ্র রায় জানান, জিংক সমৃদ্ধ ধান চাষ বাড়ানোর লক্ষ্যে উদ্বুদ্ধ করণ বিষয়ক এই মাঠ দিবসের আয়োজন করা হয়।
ওয়ার্ল্ড ভিশনের সহায়তায় আটজন কৃষক আট বিঘা জমিতে জিংক সমৃদ্ধ ধান চাষ করেছেন। তাদের বীজ ধান সরবরাহ এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়েছিলো।
ওয়ার্ল্ড ভিশন নীলফামারী এরিয়া কার্যালয় সূত্র জানায়, নীলফামারী পৌরসভা এলাকায় নিয়ামত আলী ও রঞ্জিত রায়, খোকশাবাড়ি ইউনিয়নে কেশব রায় ও নিতাই রায়, টুপামারী ইউনিয়নে আফাজ উদ্দিন ও অনিল রায় এবং পলাশবাড়ি ইউনিয়নে আব্দুল মালেক ও অতুল চন্দ্র রায় এক বিঘা করে জমিতে জিংক সমৃদ্ধ ধান চাষ করেছেন।
কৃষকরা জিংক সমৃদ্ধ ব্রি ধান ৬৪, ব্রি ধান ৭৪, ব্রি ধান ৮৪ এবং ব্রি ধান ১০০ আবাদ করেছেন প্রদর্শনী প্লট আকারে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com