বই মানুষকে অসাম্প্রদায়িক চেতনায় আলেকিত হতে সাহায্য করে। কিশোরী ক্লাব পর্যায়ে পাঠাগার স্থাপনের লক্ষ্যে আয়োজিত বই বিতরণ অনুষ্ঠানে বক্তারা এমন মন্তব্য করেন।
নিজেদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তারুণ্যে বিনিয়োগ, টেশসই উন্নয়ন” এ স্লোগানকে সামনে রেখে আজ বৃহস্পতিবার সকালে জয়পুরহাটে ৪৭টি কিশোরী ক্লাবে পাঠাগার স্থাপনের জন্য বিতরণ করা হলো দেশের সুনামধন্য লেখকদের বই ও উপকরণ।
স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ’জাকস ফাউন্ডেশন’ কৈশোর কর্মসূচির আওতায় ৪৭টি কিশোর-কিশোরী ক্লাব পর্যায়ে পাঠাগার স্থাপনের লক্ষ্যে বই ও উপকরণ বিতরণ করে। প্রতিটি ক্লাবে ৬৩ টি বই ও বই রাখার জন্য একটি করে ট্রাংক দেওয়া হয়। বই ও উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাকস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো: নূরুল আমিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো: ইমাম হাসিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সাবিনা সুলতানা, জাকস ফাউন্ডেশনের উপ নির্বাহী পরিচালক মো: আবুল বাশার, যুগ্ম পরিচালক রফিকুল ইসলাম বাদশা, জয়পুরহাট প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক শাহাদুল ইসলাম সাজু, জাকস ফাউন্ডেশনের সিনিয়র সহকারী পরিচালক আফতাব উদ্দিন, সিনিয়র ট্রেনিং কর্মকর্তা জাকিয়া সুলতানা, সিনিয়র প্রোগ্রাম অফিসার সোহেল আহমেদ, কিশোরী ক্লাবের পক্ষে সাবেকুন্নাহার ও ফাহিমা আকতার প্রমূখ বক্তব্য রাখেন। শেষে কিশোরী ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে দেশের স্বনামধন্য লেখকদের রচিত ৬৩টি করে বই তুলে দেওয়া হয়। বই গুলো ক্লাবের ৩০ জন সদস্য পড়বে এবং সমাজে অসাম্প্রদায়িক চেতনায় আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে সক্ষম হবে। কিশোরী ক্লাবের সদস্যরা বাল্য বিয়ে রোধ, যৌতুক , নারী ও শিশু নির্যাতন বন্ধে সচেতনতা তৈরিসহ বয়:সন্ধিকালীন নানা বিষয়ে কাজ করে থাকে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com