নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দিনব্যাপী নানা আয়োজনের মাধ্যমে পালিত হয়েছে দিনটি।
রবিবার (১৩ নভেম্বর) দুপুর ৩ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে “হুমায়ূন মেলা”র ফিতা কাটার মাধ্যমে আয়োজনের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের সচিব রাজিব কুমার সরকার।
ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় হুমায়ূন আহমেদ কেন্দ্রীয় পাঠক ফোরাম দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করেছে। প্রথমবারের মতো এই আয়োজনে আলোচনা সভার পাশাপাশি হুমায়ূন প্রেমিরা সঙ্গীত, কবিতা আবৃত্তি, নৃত্য পরিবেশন করেন।
এছাড়া উপজেলা চত্বরে বসেছিলো হুমায়ূন সাহিত্য চরিত্রের মিলন মেলা। নানা রকম পসরা সাজিয়ে বসেছিলো দোকানীরা।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজা জেসমিনের সভাপতিত্বে আনোয়ারুল বারী সুমনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি করপোরেশনের সচিব রাজিব কুমার সরকার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার কমান্ডার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান উপজেলা ভাইস চেয়ারম্যান ফরিদ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা মোহাম্মদ নূরুল হুদা খান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সানোয়ার রাসেল, হুমায়ূন আহমেদ কেন্দ্রীয় পাঠক ফোরামের সমন্বয়ক কবি খন্দকার ওলিউল্লাহ, কবি আলম মাহবুব, কবি সোহরাব পাশা প্রমুখ।
আলোচনা সভা শেষে সঙ্গীত, কবিতা আবৃত্তি, নৃত্য করেছেন উপজেলা ছাড়াও অনেক গুণীজন।
এদিকে দিনব্যাপী হুমায়ূনপ্রেমী ও দর্শনার্থীদের ভিরে মুখরিত ছিলো উপজেলা প্রাঙ্গণ। প্রথমবারের মতো এ আয়োজনকে ঘিরে তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com