ঢাকাসোমবার , ২ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

নানা আয়োজনে কর্ণফুলী সাহিত্য পরিষদের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জাগো বুলেটিন
জানুয়ারি ২৯, ২০২৩ ১:৫৩ অপরাহ্ণ
Link Copied!

কর্ণফুলী সাহিত্য পরিষদের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কবি সংবর্ধনা এবং কসাপ “কর্ণফুলীর কবি ছন্দে তোলে রবি” যৌথ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ জানুয়ারি) বিকাল ০৩ ঘটিকায় চট্টগ্রামের ফয়েজ নুরনাহার মিলনায়তনে এই আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, গীতা পাঠ ও ত্রিপিটক পাঠ করা হয়।

অনুষ্ঠানের প্রথম পর্যায়ে কসাপের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা হয়। চমৎকার পরিবেশে মনোমুগ্ধকর আবহে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি, গবেষক, সংগঠক, বহুগ্রন্থ প্রণেতা ও বহু ভাষাবিদ মাহমুদুল হাসান নিজামী, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি, সংগঠক, গীতিকার, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাঙালি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সংগঠক মোহাম্মদ নাসের উদ্দিন, মেহেরুন্নেছা চৌধুরী, গাজী সাইদুর রহমান, মোঃ নুরুল কবির করিমী, বীর মুক্তিযোদ্ধা শুক্কুর চৌধুরী, মোঃ সায়দুল হক এবং কবি, গবেষক ও সংগঠক শ ম দেলোয়ার জাহান প্রমুখ।

কসাপের প্রতিষ্ঠাতা ও সভাপতি কবি ও সংগঠক শামীমা আক্তার সাথী’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য পেশ করেন কসাপের সাধারণ সম্পাদক কবি ও শিক্ষক মোঃ মুজিবুল হক।

অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তৃতায় সাহিত্যের নানাদিক আলোচনার পাশাপাশি কর্ণফুলী সাহিত্য পরিষদের ভূয়শী প্রশংসা করেন। এমন আয়োজন সংগঠনের বিস্তারে ভূমিকা রাখবে এবং সাহিত্যসেবীদের নতুন সৃষ্টির ক্ষেত্রে উৎসাহিত প্রদান করবে। এমন আন্তরিক আয়োজনের জন্য সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি কবি ও সংগঠক শামীমা আক্তার সাথী’কে ধন্যবাদ জানান এবং আগামীতে এ প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য আহ্বান জানান।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন কবি ও আবৃত্তি শিল্পী সোমা মুৎসুদ্দি ও জেবুন্নেছা জেবু। পুরো অনুষ্ঠান সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন কর্ণফুলী সাহিত্য পরিষদের সহ-সভাপতি কবি ও গীতিকার এম নিজাম আল সানি। অনুষ্ঠানে প্রধান আলোচক, বিশেষ অতিথিসহ, আগত কবি, সাহিত্যিকগণেরা কবিতা আবৃত্তি, বক্তব্য ও গান পরিবেশন করেন।

সবশেষে আমন্ত্রিত কবি, সংগঠক, সাহিত্যিক ও সাহিত্যানুরাগীদের মধ্যে সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য সম্মাননা স্মারক প্রদান করা হয়। সবশেষে কসাপের প্রতিষ্ঠাতা ও সভাপতি কবি ও সংগঠক শামীমা আক্তার সাথী’র সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com