দেশগ্রাম মিডিয়া সেন্টার এর আয়োজনে জাতীয় পত্রিকা দেশগ্রাম এর ইফতার মাহফিল, আলোচনা সভা এবং শাহীনা রব স্মৃতি পদক ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ এপ্রিল) রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে এই আয়োজন করা হয়। দেশগ্রাম মিডিয়া সেন্টারের চেয়ারম্যান মোস্তফা কামাল মাহ্দী-এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক। আলোচনা সভায় প্রধান আলোচক হিসাবে অংশ নিয়েছিলেন প্রখ্যাত অভিনেতা এবং অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন।
পবিত্র কুরআন তেলাওয়াত এর পর দেশগ্রাম এর উপদেষ্টা সম্পাদক কবি সৈয়দ নাজমুল আহসান অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। বিশেষ অতিথি হিসাবে জাতীয় কবিতা মঞ্চের প্রতিষ্ঠাতা, কেন্দ্রীয় সভাপতি এবং দৈনিক দেশজগত পত্রিকার সম্পাদক ও প্রকাশক কবি মাহমুদুল হাসান নিজামী, ত্রৈমাসিক সময়ের জানালার সম্পাদক আলাউদ্দিন আদর, তৌহিদ অ্যাসোসিয়েটস এর প্রতিষ্ঠাতা মো. তৌহিদুজ্জামান সহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা দেশগ্রামের উত্তরোত্তর সফলতা কামনা করেন এবং দেশগ্রাম মিডিয়া সেন্টারের চেয়ারম্যান মোস্তফা কামাল মাহ্দী’র মরহুম মাকে স্মরণ করেন।
আলোচনা পর্ব শেষে বিজয়ীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন আয়োজনে অংশ নেওয়া অতিথিবৃন্দ। আয়োজক সূত্রে জানা গেছে, শাহীনা রব স্মৃতি পদক ধারাবাহিকভাবে প্রদান করা হবে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com