ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আছিমে সিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রাসূল (সা.)-এর জীবনী ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিষয়ে এ প্রতিযোগিতার আয়োজন করে মিল্লাত ফাউন্ডেশন।
শুক্রবার (১৮ মার্চ) সকাল ১০টায় আছিম তা’লীমুল মিল্লাত দাখিল মাদ্রাসা কেন্দ্রে প্রতিযোগিতামূলক এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, অপসংস্কৃতির উত্তাল তরঙ্গে, সুস্থ সংস্কৃতির নান্দনিক বিকাশের লক্ষ্যে এমন আয়োজন। এ প্রতিযোগিতায় তিনটি ক্যাটাগরিতে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির ৩ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
শনিবার (১৯ মার্চ) প্রতিযোগিতামূলক এ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।
সিরাত প্রতিযোগিতার তিন ক্যাটাগরির ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী ৯ জনের জন্য রয়েছে বিশ হাজার টাকা সমমূল্যের গুরুত্বপূর্ণ বই। এছাড়াও, তিনটি ক্যাটাগরিতে ১ম থেকে ১০ম স্থান অধিকারী মোট ৩০ জনকে সিরাতগ্রন্থ, ক্রেস্ট ও সনদ প্রদান করা হবে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com