পাহাড়ের ত্রিপুরা জনগোষ্ঠীদের বৈসু উৎসব উপলক্ষে তিন দিন ব্যপি খেলাধুলার আয়োজন করে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ।
গতকাল শনিবার বিকেলে খাগড়াছড়ি সদরের ঠাকুরছড়া উচ্চবিদ্যালয় মাঠে উদ্ভোধনে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুশীল জীবন ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিকেএসের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি নলেন্দ্র রাল ত্রিপুরা।
এসময় বিটিকেএস কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি সুরেশ মোহন ত্রিপুরা, খাগড়াছড়ি সদর উপজেলা অওয়ামী লীগের সভাপতি সঞ্জীব ত্রিপুরা, খাগড়াছড়ি নুনছড়ি ইউনিয়নের চেয়ারম্যান জ্ঞান দত্ত ত্রিপুরা, গোলাবড়ি ইউনিয়নের ইউপি সদস্য লিলি ত্রিপুরাসহ ত্রিপুরা সমাজের মানুষরা উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি নলেন্দ্র লাল ত্রিপুরা বলেন, ত্রিপুরা জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব হল বৈসু। জুম চাষের শুরুর আগে ত্রিপুরারা এই উৎসব পালন করে। বৈশাখ মাস থেকে জুম চাষ শুরু হয়। ত্রিপুরা জাতির বৈসু উৎসব প্রধানত তিনদিন। পুরনো বছরের শেষ দুই দিন ও নতুন বছরের প্রথম দিন। আমাদের ঐতিহবাহী খেলাধুলা হারিয়ে যাচ্ছে। এ খেলাধুলা সংরক্ষণ করতে হবে।
আলোচনাসভার শেষে মাঠ প্রাঙ্গণে সুকুই ( গিলা) খেলা, ওয়াকরাই, চপ্রিং, কাংটি/কাং, ঐতিহবাহী গরয়া নৃত্য পরিবেশনা করেন স্থানীয় শিল্পীরা।
এই দিকে বৈসুকে ঘিরে পাহাড় জুড়ে চলছে নানান খেলাধুলা। ত্রিপুরা ছাড়া চাকমাদেরও খেলাধুলা শুরু হয়েছে। এ উৎসবে মেতেছে সকল বয়সির মানুষরা।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com