ঢাকাবৃহস্পতিবার , ২৩ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

পঞ্চগড়ে রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পঞ্চগড় প্রতিনিধি
মে ১৪, ২০২২ ৩:১৩ অপরাহ্ণ
Link Copied!

বিশ্বকবি কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান চর্চা ও শিল্পী তৈরির কার্যক্রমের অংশ হিসেবে পঞ্চগড়ে দুই দিনব্যাপী রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষণ কর্মশালা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ পঞ্চগড়ের আয়োজনে জেলা শহরের নাট্য সংগঠন ভূমিজের কার্যালয়ে শনিবার দুপুরে শেষ হয় এই প্রশিক্ষণ কর্মশালা। দুই দিনের আয়োজনে কিশোর ও সাধারণ দুই ক্যাটাগরিতে ২৫ জন রবীন্দ্র সংগীত প্রেমিক এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেয়।

রবীন্দ্রসঙ্গীতের বিভিন্ন দিক হাতে কলমে প্রশিক্ষণ দেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আমিনুল হক বাবুল ও সদস্য ফেরদৌস আরা লিপি। পরে তাদের মধ্য থেকে প্রতিযোগিতার মাধ্যমে দুই ক্যাটাগরিতে তিন জন করে মোট ৬ জনকে নির্বাচিত করা হয়। মান নির্ণায়ক হিসেবে ছিলেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য নূরুল মতিন সৈকত। এই সংগঠনের মাধ্যমে পঞ্চগড়ে রবীন্দ্রসঙ্গীত চর্চা ও শিল্পী তৈরি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা। সমাপনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ পঞ্চগড়ের যুগ্ম আহবায়ক আখতারুজ্জামান, সদস্য শফিকুল ইসলাম, গোলাম কিবরিয়া, শাহনেয়াজ বেগম উপস্থিত ছিলেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com