শুক্রবার (০৩ জুন) ‘জাগ্রত সাংস্কৃতিক জোট’ আয়োজিত ‘প্রয়াস গ্রুপ জাগ্রত স্টার অ্যাওয়ার্ড ২০২২’ পেলেন বরেণ্য কবি রেজাউদ্দিন স্টালিন।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এ সম্মাননা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয় মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ। এছাড়াও আয়োজকবৃন্দের পাশাপাশি উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অতিথিবৃন্দ।
রেজাউদ্দিন স্টালিন ইতোমধ্যেই অসংখ্য আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। তিনি ২০২১ সালের ভারতীয় গান্ধী শান্তি পুরস্কার এবং ভুটান- লিটারারি ফোরাম ফর পিস এন্ড হিউম্যান রাইটস সম্মাননা ২০২১ লাভ করেন।
বাংলা ভাষার শক্তিমান কবি রেজাউদ্দিন স্টালিন বাংলা কবিতায় শান্তি ও মানবিক মূল্যবোধ ও মানবাধিকার নিয়ে কাজ করেন। পৃথিবীর ৪২টি ভাষায় তার কবিতা অনূদিত হয়েছে।
এর আগে তিনি বাংলা একাডেমি পুরস্কার, মাইকেল মধুসূদন পুরস্কার, সিটি আনন্দ আলো পুরস্কার, ভারতের সব্যসাচী, দার্জিলিং নাট্যচক্র, সাংস্কৃতিক খবর, ধারা সাহিত্য আসর, খুলনা রাইটার্স ক্লাব, সাতক্ষীরা কবিতা পরিষদ এবং যুক্তরাজ্যের জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড, যুক্তরাষ্ট্রের তরঙ্গ অব ক্যালিফোর্নিয়া, লসএন্জেলেস বাদাম সম্মাননা, রাইটার্স ক্লাব সম্মাননা লাভ করেন। এছাড়াও কেজি টকিজ, চিন থেকে পাওয়ার পোয়েট অ্যাওয়ার্ডস, মার্কটোয়েন অ্যাওয়ার্ড আমেরিকা, নাইজেরিয়ার স্কুল অব পোয়েট্রি এন্ড আর্ট, আর্জেন্টিনার এসোপে গ্লাডিয়াস ভেগা হারারে কর্তৃক সম্মাননা,ভারতের রাজকোট থেকে শক্তি ট্রাস্ট এওয়ার্ড, ইউক্রেন লেটারারি একাডেমি থেকে সম্মাননা সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। করোনাকালীন সময়ে লেখালেখি ও মিডিয়াত কাজ করার পাশাপাশি তিনি নানা সেবামূলক কাজের সাথে যুক্ত আছেন। তার গ্রন্থের সংখ্যা শতাধিক।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com