পবিত্র রমজান মাস উপলক্ষে নেত্রকোণার দুর্গাপুরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য বিক্রির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (০৯ মার্চ) সদর ইউনিয়নের মাকরাইল এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান।
এ সময় উপস্থিত ছিলেন,ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম,একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দীন প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান বলেন,রমজান উপলক্ষে দুর্গাপুরে টিসিবির পন্য বিক্রি আজ থেকে শুরু হয়েছে। পর্যায়ক্রমে সকল ইউনিয়নে বিক্রি করা হবে। টিসিবির কার্ডধারীগন এখন থেকে পন্য ক্রয় করতে পারবে।
বিক্রিত পণ্যগুলো হচ্ছে-চিনি, মসুরডাল,ছোলা ও সয়াবিন তেল। এতে চিনি মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ৬০ টাকা, মসুর ডাল প্রতি কেজি ৭০ টাকা, ছোলা প্রতি কেজি ৫০ টাকা ও সয়াবিন তেল প্রতি লিটার ১১০ টাকা।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com