ঢাকাশুক্রবার , ১৭ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

শুধু বাংলাদেশে নয়, পায়রা বন্দর পুরো এশিয়াতে অন্যতম

গোপালগঞ্জ প্রতিনিধি
মার্চ ৩১, ২০২২ ১১:২৮ অপরাহ্ণ
Link Copied!

পায়রা বন্দর পুরোদমে চালু হলে শুধু বাংলাদেশে নয়, পুরো এশিয়াতে অন্যতম একটি গুরুত্বপূর্ণ বন্দর হবে। এই বন্দরকে কেন্দ্র করে শুধু দক্ষিণাঞ্চল নয়, পুরো বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে। সেই লক্ষ্য নিয়ে পায়রা বন্দর কর্তৃপক্ষ, নৌ মন্ত্রণালয়, সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দ্রুততার সঙ্গে সমস্ত কাজ চলছে। খুব দ্রুত সারা এশিয়ায় এই বন্দরের নাম ছড়িয়ে পড়বে বলে জানান পায়রা বন্দরের নবনিযুক্ত চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েল।

আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বন্দরের নবনিযুক্ত চেয়ারম্যান বলেন, পায়রা বন্দর পূর্ণাঙ্গ রূপে চালু করার লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সরকার, পায়রা বন্দর কর্তৃপক্ষ ও নৌ মন্ত্রণালয় দ্রুততার সাথে সমস্ত কাজ চলছে। খুব দ্রুত সারা এশিয়ায় এই বন্দরের নাম ছ‌ড়িয়ে পড়বে।

তিনি আরো বলেন, পায়রা বন্দর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ড্রীম প্রজেক্ট। এটি তার খুব পছন্দের একটি প্রজেক্ট। বর্তমানে ব্যাপক উন্নয়ন কাজ চলছে। ইতিমধ্যে স্বল্পভাবে এ বন্দর চালু করা হয়েছে। অনেকগুলো টার্মিনাল নির্মাণ, রাস্তা, ব্রীজসহ অন্যান্য সুবিধা তৈরী করা হচ্ছে। আগামী বছর জুন মাসের মধ্যে বন্দরটির কাযর্ক্রম ব্যাপকভাবে শুরু হবে। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গঠনে এই বন্দর অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে।

এর আগে নবনিযুক্ত চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েল বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন পায়রা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও অর্থ) কমান্ডার এম রাফিউল হাসাইন, (ট্যাজ), পিএসসি, বিএন; সদস্য (হারবার এন্ড মেরিন) কমডোর এম মামুনূর রশীদ, (ট্যাজ), বিসিজিএমএস, এএফডব্লিউসি, পিএসসি, বিএন; সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) কমডোর রাজীব ত্রিপুরা, (ই), এনডিসি, পিএসসি, বিএন; উপসচিব (সচিব) মো. সোহরাব হোসেন; উপ-পরিচালক (প্রশাসন) তায়েবুর রহমান ও সহকারী সচিব (সমন্বয়) মো. সাজিদুল ইসলাম সবুজ।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com