ঠাকুরগাঁও সদর উপজেলার রোড বাজারের পাশেই মোস্তফা সুপার মার্কেটে গড়ে উঠেছে অবৈধ বাণিজ্য মেলা। নেই জেলা প্রসাশনের কোনো অনুমতি। মেলায় নিম্মমানের পণ্য বিক্রি করে মানুষকে ঠকানো হচ্ছে। এতে শহরের ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে হাহাকার শুরু হয়েছে।
প্রতি বছর ঈদ এলেই দোকান ঠিকাদার বাবুল কে নিয়ে ঠাকুরগাঁও রোড বাজার সংলগ্ন বালিয়াডাঙ্গীর মোড়ে প্রকাশ্যেই চালান জমজমাট এই ঈদ বাণিজ্য মেলা।মোস্তফা সুপার মার্কেট নামে মেলা বছিয়ে জেলার বস্ত্র ও সু- বিক্রেতা সহ কসমেটিক দোকানদারদের লোকসানের মুখে ফেলেছে।
গত দুই বছর ধরে যখন করোনাকালীন সময়ে ব্যবসায়ীরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করেছিলো অনেক লোকসান গুনতে হয়েছিলো তাদের। এখন করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ফলে বিগত দু-বছরের লোকসান পুষিয়ে নেওয়ার সুযোগ পেলেও সেই সুযোগ কেড়ে নিচ্ছেন ভিন্ন জেলা থেকে আগত ডি-ও মোস্তফার দোকানদারেরা।
ঠাকুরগাঁও রোড বাজারের কাপড় বিক্রেতারা জানান,
এ ভাবে ঈদ উৎসব আসলেই মেলা বসিয়ে আমাদের ঈদ উৎসবের বেচা কেনা থেকে বঞ্চিত করা হয়, আমরা এ জেলার মানুষ, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে আমরা নিয়মিত সরকারকে ট্যাক্স দেই।তাই আমাদের অধিকার সবচেয়ে বেশি।এখনি সময় আমাদের গোটা বছরের লোকসান পুষিয়ে নেওয়ার আর এ অবৈধ মেলার মাধ্যমে আমাদের পেটে লাথি মারা হচ্ছে, আমাদের ওপর অবিচার করা হচ্ছে, কাপড় বিক্রি করে আমাদের সংসার চালাই পরিবার পরিজন নিয়ে আমারা বাঁচতে চাই। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, তাই জেলা প্রশাসনের কাছে দৃষ্টিআকর্ষণ করছি এই অবৈধ মেলা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার।
চৌরাস্তার বিশিষ্ট কাপড় ব্যবসায়ী নেতা আব্দুস সালাম জানান দুদিনের জন্য রোডের মেলা বন্ধ ছিল আমরা ভেবেছিলাম মেলা বন্ধ থাকবে কিন্তু আবারও মেলা চালু হয়ে হতাশ হয়েছি আমরা অনেক ক্ষতির সম্মুখীন হব এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
এ বিষয়ে জেলা ব্যাবসায়ী সমিতি সভাপতি ফরিদ আলমের সাথে কথা হলে তিনি জানান, ঈদের আগে এরকম মেলা বসিয়ে দোকানপাট করলে স্থানীয় ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হচ্ছে গত করণা ভাইরাসের কারণে ব্যবসায়ীরা বসে বসে দোকানভাড়া কর্মচারী টাকা দিয়েছে লোকসান গুনতে গুনতে প্রায় সর্বস্বান্ত এই অবস্থায় এবার ঈদে কিছুটা হলেও তা সমন্বয় করতে পারতো, এই মার্কেট এর নাম করে মেলা আমাদের ঠাকুরগাঁয়ের ক্ষুদ্র ব্যবসায়ীদের হোক ছিন্ন করা করছে এ বিষয়ে প্রশাসনের যথাযথভাবে দেখবার ও সুদৃষ্টি কামনা করছি।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com