ঢাকারবিবার , ১৯ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি রপ্তানি বন্ধ

পঞ্চগড় প্রতিনিধি
এপ্রিল ২৯, ২০২২ ৭:০৭ অপরাহ্ণ
Link Copied!

পবিত্র ঈদুল ফিতর পহেলা মে শ্রমিক দিবস সহ সাপ্তাহিক ছুটি উপলক্ষে দেশের একমাত্র চতুর্থ দেশীয় স্থল বন্দর (বাংলাদেশ, ভারত, নেপাল, ভূটান) পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে সকল প্রকার আমদানি-রপ্তানি বন্ধ বন্ধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দিনগত রাতে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক ও তেতুঁলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত-ই খুদা মিলন বিষয়টি নিশ্চিত করেন। তবে বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক থাকবে জানিয়েছে কর্তৃপক্ষ।

বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপ সূত্রে জানা যায়, আগামী শনিবার (৩০ এপ্রিল) থেকে বৃহস্পতিবার (৫ মে) পর্যন্ত উভয় দেশের ব্যবসায়ীদের সম্মতিতে বাংলাবান্ধা স্থলবন্দরে সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এই ৬ দিনের ভিতরে পহেলা মে শ্রমিক দিবস ও পবিত্র ঈদুল ফিতর একই সাথে শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা ৭ দিন বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

আগামী শনিবার (৭ মে) সকাল থেকে পুনরায় কার্যক্রম স্বাভাবিক ভাবে কার্যক্রম শুরু হবে বলে বাংলাবান্ধা স্থল বন্দর আমদানি রফতানি গ্রুপের সভাপতি ও বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আব্দুল লতিফ তারিন বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com