নতুন জামা জুতার সাথে, ঈদের নামাজের জন্য টুপি, জায়নামাজ আর আতরেরও কদর রয়েছে যুগ যুগ ধরে। সাভারের ফুটপাতসহ বিভিন্ন মার্কেটের আতর, টুপি ও জায়নামাজের দোকানগুলোতে ঈদের আগ মুহূর্তে নেই ভীড়। তাই মন খারাপ ব্যাবসায়ীদের।
বিক্রেতারা জানালেন, অন্যান্য বছরের তুলনায় এ বছর ক্রেতার চাপ অনেকটাই কম। এমনকি কোন কোন দোকানে দেখা গেলো, কেবল বিক্রেতা বসে আছেন, পুরো দোকান ক্রেতাশূন্য।
আমিরুল ইসলাম নামে ফুটপাতের এক দোকানি বলেন, করোনা পরিস্থিতির মতই ঈদের বেচাবিক্রি। তবে এবার ঈদে ক্রেতা কম তাই বিক্রিও কম।
ফুটপাতের আরেক বিক্রেতা নুরুল ইলাম ঠান্ডু বলেন, যা বেচাবিক্রি হয়েছে আল্লাহর দরবারে শুকরিয়া। ৩০ বছর ধরে এই ব্যবসা করছি তবে তুলনামুলক ভাবে এ বছর কম বিক্রি হয়েছে।
ঈদের শেষ মুহূর্তে ব্যাবসা এমন পরিস্থিতিতে বিপাকে আতর, টুপি ও জায়নামাজের এই ব্যাবসায়ীরা।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com