খাগড়াছড়ির রামগড় সোনাইপুল বাজারে ডিলিং লাইসেন্স ব্যাতিত ভোজ্য তেল এর ডিলার হিসেবে ব্যবসা পরিচালনা করা এবং অবৈধভাবে সয়াবিন তেল মজুদকরণের অত্যাবশকীয় অপরাধে পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ৬ ধারায় দুই ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১লক্ষ্য ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (০৬ এপ্রিল ) বিকেল ৩ টার সময় রামগড় অধিনস্থ সোনাইপুল বাজারের ২টি দোকানের গোডাউনে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন আরাফাত এ জরিমানার আদেশ দেন।
অভিযানকালে বাজারের খান ট্রেডার্স ১ লক্ষ্য টাকা ও আলমগীর স্টোরকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন আরাফাত বলেন কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে ভোজ্যতেলের বাজারে অস্থিতিশীল করার চেষ্টা করছিল। অবৈধভাবে ভোজ্য তেলের মজুদ করে বাজারে কৃত্তিম সংকট সৃষ্টির দায়ে এই জরিমানা করা হয়। তিনি জানান এধরনের সিন্ডিকেটের বিরুদ্ধে সব সময় উপজেলা প্রশাসনের অভিযান চলমান থাকবে।
এসময় অভিযান চলাকালীন রামগড় থানার উপপরিদর্শক মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম ও আনসার সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com