ঢাকাবুধবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

আমিও একটা মেয়ের প্রেমে পড়েছিলাম!

 এস এইচ সবুজ
এপ্রিল ১৯, ২০২২ ১১:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

জীবনের সব চেয়ে মজার কিছু অংশ জুড়ে থাকে স্কুল লাইফের সেই দিন গুলো হাসি-ঠাট্টা,ফাজলামি খেলাধুলা সেই সব অসাধারণ এক স্মৃতি।

অনেকেরই প্রেম, প্রেম কাহিনি ছিলো স্কুলে। অনেকের শুধু ভালো লাগাই ছিলো,ভালোবাসি আর বলা হয়নি। আবার অনেকেই স্কুলে ভালোবাসা শুরু হয়েছে এখনো আছে আবার অনেকেই হয়তো ভালবাসা থেকে বিয়ে হয়েছে।

আবার তেমনই একজন মাধ্যমিক জীবনে থাকাকালীন স্কুলের একটা মেয়েকে দেখ প্রচন্ড ভালো লেগেছিল। প্রতিটা মানুষের মনে একটা চেহারা থাকে, যে আমার এই রকম একটা মানুষ চাই। আমি মেয়েটাকে দেখ অবাক হয়েছিলাম কারণ আমার মনে ঠিক যেমন একটা মেয়ের চেহারা ঘুরত, হুবহু একি রকম ছিল সেই মেয়েটা।

মেয়েটাকে দেখে চোখ সরাতে পারছিলাম না। তো যায়হোক আমি আবার মেয়েদের দেখলে হাটু কাপে তাই মেয়েদের সাথে তেমন কথা বলতাম না, তাই ঐ মেয়েকেও ভালোবাসার কথা বলতে পারিনি। তবে মেয়েটা জানত কিনা জানি না, যে আমি তাকে পছন্দ করি। স্কুল জীবনের কয়েকটি বছর কেটে গেলো প্রেমময় মায়াবি চেহারার দিকে তাকিয়ে। সাহস পায়নি ভালোবাসার কথা বলার। এক সময় কালো মেঘ নেমে আসলো তার মায়াবি চেহারায়, কারণ সে আর তার মায়াবি চেহারাটিকে কালো হিজাবে আটকিয়ে রাখতে শুরু করলো। মায়াবি চেহারাটাকে ক্লাসের সবাই মায়ায় পড়ে যেতো।

কালো হিজাবের মধ্য দিয়ে কাজল কালো চোখ দুটি যেনো আরও বেশি মায়াবি লাগতো, চোখে চোখ পড়লে ফেরানো যেতো না তার মায়াবি চোখ থেকে।

ধীরে ধীরে স্কুলের লাইফের দিন শেষ হয়ে যাচ্ছে তবুও ভালোবাসার কথা জানাতে পারি নাই মেয়েটাকে, হাটু কাপা ভয়ের কারণে।

অবশেষে ক্লাস ১০ এ আমাদের বিদায় দিবসের আগেই তাকে বলতে চেয়েছিলাম কিন্তু বলা হয়নি কোনো এক কারণে, আমি আমার এক বান্ধবীকে বলেছিলাম মেয়েটিকে আমার ভালোলাগার বিষয়টি জানানোর জন্য কিন্তু সে জানান তার পরিবার এসব বিষয়ে অনেক হার্ড।

আসতে আসতে শেষ হয়ে যেতে লাগলো স্কুল লাইফের প্রেমময় ভালোবাসার আবেগ ঘন সেই মূহুর্ত গুলো। এখন শুধু স্মৃতি গুলো ভেসে বেড়ায় স্মৃতির পাতায়।

এসএসসি পরিক্ষা দিয়ে দুজন দুই কলেজে ভর্তি হইলাম। এখন আর তার কালো হিজাবের মধ্য দিয়ে মায়াবি চোখের দেখা মেলে না। বড় ভাই বোনদের থেকে জানতে পেয়েছিলাম যে কলেজে উঠলে নাকি অনেকটা দেহের গঠন ও পোশাকের পরিবর্তন ঘটে। তেমনাস্থায় মেয়েটিও পরিবর্তন হয়ে গিয়েছিল সাথে তার কালো হিজাবেরও। যত দিন যাচ্ছে আসতে আসতে ভুলে যাচ্ছিলাম তার মায়াবি চেহারাটাকে তবুও ভুলে যেতে দেইনি তার কাজলকালো চোখ দুটিকে, মনে করি তার স্মৃতিময় স্মৃতি গুলোকে, যাতে মনে পড়ে তার চেহারাকে।

বহুদিন দেখ স্বাক্ষাত নেই শুনেছি মেয়েটি আগের থেকে অনেক পরিবর্তন হয়ে গেছে কারণ সে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছে, নিজেকে নিজের মতো গড়ে তোলার জন্য। জানিনা মেয়েটির সেই আগের মতো মায়াবি চেহারা আর কাজল কালো মায়াবি চোখের মাধুর্যতা আছে কিনা কারণ তাকে অনেক দিন দেখি নাই। যদিও একই গ্রামে বসবাস রাস্তাঘাটে দেখা হতে পারে কিন্তু চিনে উঠতে পারি নাই তার হিজাব বন্দী চেহারাকে।

দুনিয়া মানেই পরিবর্তনশীল, কিছুদের ব্যাবধানেই অধিক পরিবর্তন দেখা দেয় মিথ্যা দুনিয়ায়। আমার মেয়েটির প্রতি অনেক বিশ্বাস আছে সে নিজেকে প্রতিষ্ঠিত করে অনেক বড় হয়ে উঠবে। তবে যায় হোক তার সাথে আমার তেমন কিছুই হইনি এমন কি কথাও হইনি।

জানি তাকে এখনো ভুলতে পারি নাই কিন্তু তাকে আর মনে রাখতে চাইনা। একটু কষ্ট হচ্ছে কিন্তু আশা করি তাড়াতারি কাটিয়ে উঠতে পারব। জানি, ভালোলাগার ভালোবাসার মানুষটি এতো সহজে ভুলে যাওয়া অসম্ভব একটা কাজ। যে মানুষটাকে নিয়ে সবকিছু ভাবতাম ,যাকে কেন্দ্র করে সব কিছু ছিলো তাকে কি ভুলে থাকা যায়। ভালোলাগার মানুষকে যত ভুলতে চেষ্টা করি ততই সে মনে চলে আসে। তাই ভুলে থাকার জন্য নিজের কাজকে প্রাধান্য দিই এবং ভালবাসি। মিথ্যা দুনিয়ায় ব‍্যস্ততা সবকিছুকে ভুলিয়ে রাখতে  পারে।

লেখকঃ শিক্ষার্থী, বাঙলা কলেজ, ঢাকা

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com