নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার একটি স্বেচ্ছাসেবী সংগঠন একাডেমী বাজার ইয়ুথ স্যোসাইটি। এ সংগঠনের উদ্যোগে প্রায় ১০০টি বনজ ও ঔষধি গাছ রোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বিকেলে এ বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়। বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন চরকাঁকড়া ০২নং ওয়ার্ডের ইউপি সদস্য জামাল উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা কমিটির সদস্য সাইফ উদ্দিন সাহেদ, শহীদুল ইসলাম সুমন, দৈনিক সময়ের আলো পত্রিকার কোম্পানীগঞ্জ প্রতিনিধি রমজান আলী, সংগঠনের সদস্যরাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিভিন্ন সময় সংগঠনটির উদ্যোগে নানান সামাজিক কার্যক্রম ও কর্মসূচী পালিত হয়।
বৃক্ষরোপণ কর্মসূচি প্রসঙ্গে সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য এস কে সজিব জানান, আমাদের সংগঠন ইতিমধ্যে নানান সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ করে আসছে। আশা করছি আমাদের এ ধারা অব্যাহত থাকবে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com