ঢাকাশুক্রবার , ২ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

মানিকছড়িতে আবারো ৬২ ভূমিহীন ও গৃহহীন পরিবার পাবে সরকারি ঘর

খাগড়াছড়ি প্রতিনিধি
জুলাই ১৮, ২০২২ ৮:৩১ অপরাহ্ণ
Link Copied!

সারাদেশের ন্যায় মানিকছড়িতেও ভূমিহীন ও গৃহহীন পরিবারে আশ্রয়ণ প্রকল্পের ৩য় পর্যায়ের ২য় ধাপে আরো ৬২ পরিবারের মাঝে ঘরের চাবি ও ভূমির দলিল হস্তান্তর করা হবে। আগামী ২১ জুলাই ৩য় পর্যায়ে ২য় ধাপে সারাদেশে নির্মিত ঘর একযোগে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। উদ্বোধনী উপলক্ষে মানিকছড়ি উপজেলা প্রশাসনের নানা প্রস্তুতি নিয়ে প্রেস ব্রিফিং করেছেন উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী।

সোমবার (১৮ জুলাই) দুপুর সাড়ে ১২ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিং এ উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী লিখিত বক্তব্যে জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাংলাদেশে একজনও গৃহহীন ও ভূমিহীন থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই নির্দেশনার আলোকে সারাদেশে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মানের কাজ চলমান রয়েছে। তারই অংশ হিসেবে ইতোমধ্যে মানিকছড়ি উপজেলাতেও ৬৩৫ জন গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে দুই শতক জমিসহ সরকারি ভাবো ঘর নির্মাণ করে তাদের বসবাসের ব্যবস্থা করা হয়েছে।

আগামী ২১ জুলাই ৩য় পর্যায়ে ২য় ধাপে সারাদেশে নির্মিত ঘর একযোগে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। এই পর্যায়ে উপজেলায় ৬২ জন উপকারভোগীর হাতে ঘরের চাবি ও ভূমির দলিল হস্তান্তর করা হবে। এ সময় প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নান, সাংগঠনিক সম্পাদক মিন্টু মারমাসহ সাংবাদিক মো.ইসমাইল হোসেন, মো.রবিউল হোসেন, মো.মোক্তাদীর হোসেন, মো. আলমগীর হোসেন, এম. জুলফিকার আলী ভুট্টো উপস্থিত ছিলেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com