নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় চরকাঁকড়া ইউনিয়নের ১নং, ২নং ও ৩নং ওয়ার্ডস্থ যুব সমাজের উদ্যোগে ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতে আদায় করায় প্রথম স্থান অর্জনকারী ৬জনকে সাইকেল, ২য় ও ৩য় স্থান অর্জনকারী ৬১জনকে উপহার সামগ্রীসহ সর্বমোট ৬৭ জনের মাঝে পুরষ্কার প্রদান করা হয়।
মঙ্গলবার বিকেলে পন্ডিতেরহাট হাইস্কুল মাঠে এলাকার যুব সমাজের উদ্যোগে এ পুরস্কার বিতরণ এবং আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে মৌলভী এ.বিএম ছিদ্দিক উল্যাহর সভাপতিত্বে ও রাকিরের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চরকাঁকড়া ইউনিয়ন জামায়াতে সভাপতি, বসুরহাট হেলথ কেয়ার হসপিটালের প্রতিষ্ঠাতা মিজানুর রহমান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সোহাগ, ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার রেজাউল হক, দৈনিক সময়ের আলো প্রত্রিকার কোম্পানীগঞ্জ প্রতিনিধি রমজান আলী রানা, আলহেরা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ছায়েম বিএসসি, ফখরুল ইসলাম, রহিম, আজাদসহ প্রমুখ। এসময় বক্তারা এ মহতী উদ্যোগে প্রশংসা করেন এবং আগামীতেও এর ধারা অব্যহত রাখার আহ্বান জানান।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com