পবিত্র ঈদ-উল-ফিতরে গত পাঁচ দিনে রাজধানী ঢাকা ছেড়েছেন এক কোটির বেশি সিম ব্যবহারকারী মানুষ।
রবিবার (২৩ এপ্রিল) বিকালে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন।
মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ঈদুল ফিতরের দিন ঢাকা থেকে বেরিয়ে গেছেন ১৬ লাখ সাত হাজার ৫৪৬ জন। আর ঢাকায় ঢুকেছেন তিন লাখ ৯৯ হাজার ১৮১ জন।
তাদের মধ্যে গ্রামীণফোনের সাত লাখ ২৯ হাজার ৪৫০, রবির তিন লাখ ১৫ হাজার ৬১৩, বাংলালিংকের পাঁচ লাখ ৪৫ হাজার ৯৫৬ এবং টেলিটকের ১৬ হাজার ৫২৭টি সিম ব্যবহারকারী।
এর আগে ১৮, ১৯, ২০ এপ্রিল (মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার) এ ৩দিনে ঢাকা ছেড়েছেন ৫৩ লাখ ৫৪ হাজার ৮৩২ সিম ব্যবহারকারী।
একই সময়ে ঢাকায় এসেছে ১৯ লাখ পাঁচ হাজার ৯০২ সিম ব্যবহারকারী।
এর মধ্যে ২০ এপ্রিল-মোবাইল অপারেটরের হিসাবে গ্রামীণফোনের আট লাখ ২৫ হাজার ৯৪৪টি, রবির সাত লাখ ৫৪ হাজার ৪৮২টি, বাংলালিংকের আট লাখ ২৮ হাজার ৯৬টি এবং টেলিটকের ৪৫ হাজার ৩৮৭টি।
১৯ এপ্রিল ঢাকা ছেড়েছে গ্রামীণফোনের পাঁচ লাখ ৭৯ হাজার ৮৭৮টি সিম, রবির চার লাখ ১৬ হাজার ৯৫৫টি, বাংলালিংকের ছয় লাখ ৫৮ হাজার ২৫২টি, টেলিটকের ১৭ হাজার ৫৬০টি সিম।
আর ১৮ এপ্রিল গ্রামীনফোনের তিন লাখ ৩৪ হাজার ২৯৫টি, রবির তিন লাখ দুই হাজার ২৮৪, বাংলালিংকের পাঁচ লাখ ৭৩ হাজার ৫০৯টি এবং টেলিটকের ১৮ হাজার ১৯০টি সিম।
পরিসংখ্যান অনুযায়ী, ঈদের ছুটিতে এবার সবচেয়ে বেশি ঢাকা ছেড়েছেন গ্রামীণফোনের সিম ব্যবহাকারীরা। ছুটির মধ্যে ঢাকায় বেশি ঢুকেছেন বাংলালিংক সিম ব্যবহারকারী।
চাঁদরাত পর্যন্ত গ্রামীণফোনের সর্বোচ্চ ৩১ লাখ ১০ হাজার ১০ হাজার ৯৬৪টি সিম ঢাকার বাইরে গেছে।
আর বাংলালিংকের ১৫ লাখ ৫১ হাজার ১৯৬টি সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com