ভারতে শুক্রবারের ট্রেন দুর্ঘটনায় আহত দুই বাংলাদেশিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার আন্দালিব ইলিয়াস এ তথ্য জানিয়েছেন।
তিনি এক ভিডিও বার্তায় বলেন, ‘মৃত কোনো বাংলাদেশির বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। আমরা এখন পর্যন্ত যা জানতে পেরেছি তা হলো- দুই আহত বাংলাদেশি যাত্রী বর্তমানে ওড়িশার দুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’
তিনি আরও বলেন, ‘এছাড়া বাংলাদেশ থেকে ট্রেনের চার যাত্রীর পরিবার আমাদের সঙ্গে যোগাযোগ করে জানায়, তারা (চার বাংলাদেশি) এখনও নিখোঁজ রয়েছে। আমরা তাদের খুঁজে বের করার চেষ্টা করছি এবং ইতোমধ্যে কলকাতা ডেপুটি হাইকমিশনের একটি দল আজ সকালে দুর্ঘটনাস্থলে গিয়েছে। আশা করি সেখানে পৌঁছানোর পর তারা আহত বাংলাদেশিদের সঙ্গে সমন্বয় করবেন।’
মিশনটি আরও সহায়তার জন্য একটি জরুরি হোয়াটসঅ্যাপ নম্বর সরবরাহ করেছে, সেটি হলো: +৯১৯০৩৮৩৫৩৫৩৩।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com