কিশোরগঞ্জ জেলা শহরের প্রিন্ট মিডিয়া এসোসিয়েশনের কার্যালয়ে বুধবার (০২ মার্চ) সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠন করেন আঃ ছোবান ও আঃ রহমান। তারা জানান, তাদের পৈতৃক ভূমিটি ভুলবশতঃ আহাম্মদ আলী গংদের নামে আর.এস রেকর্ড হওয়ায় বিভিন্নভাবে অপকৌশল চালাচ্ছে ভূমি থেকে উচ্ছেদ করার জন্য। আমার দখলীয় ভূমিতে চাষাবাস করে আসছি। কিছুদিন পূর্বে একটি মামলার দোহাই দিয়ে ১৪৪ জারি করে উপযুর্ক্ত প্রমাণ দিয়ে তাহা মোকাবেলা করেছি। এরই মধ্যে ১১ ফেব্রুয়ারি আমার মেয়ের উপর আহাম্মদ আলীর পুত্র মারমুখি আক্রমন করে এবং শ্লীলতাহানী করায়। এর পরের দিন বিভিন্ন পত্রিকায় অসত্য তথ্য দিয়ে আমাকে সামাজিকভাবে হেয় করে। তার প্রতিবাদে আজকের সংবাদ সম্মেলনে আমাদের বিভিন্ন তথ্যাদি তুলে ধরলাম।
প্রকৃত ঘটনা হইল সেঃ মেঃ শোলাকিয়া মৌজায় সেঃ মেঃ ৪৫১ খতিয়ান অন্তর্গত সাবেক ২৩৬, ২৩৭, ২৩৮, ২৩৯, ২৪৬ ও ২৪৮ দাগের ভূমি নিয়া বিজ্ঞ সদর সিনিয়র সহকারী জজ আদালতে ৩৮৪/২০১৫ সন বাটুয়ারা মোকদ্দমা দায়ের করায় বিবাদীগণ বিগত ১২/৭/২০১৭ ইং তারিখে এডভোকেট এ.এইচ.এম রফিকুল ইসলাম (কামাল) সাহেবের মাধ্যমে জবাব দাখিল পূর্বক প্রতিযোগিতা করিতে থাকাবস্থায় অত্র মোকদ্দমা বদলী হইয়া মিঠামইন সহকারী জজ আদালতে ৩৭০/২০২০ নং হিসাবে বিচার কার্য পরিচালিত হইতেছে। অত্র মোকদ্দমার ২ নং বিবাদী আহম্মদ আলী, পিতা- আঃ হাই উঃ সুরুজ মিয়া, সাং- কলাপাড়া, পোঃ, থানা ও জেলা- কিশোরগঞ্জ উপরোক্ত বাটুয়ারা মোকদ্দমার বিষয় গোপন করিয়া মিথ্যা উক্তিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে আঃ ছোবান গংদের বিরুদ্ধে ফৌঃ কাঃ বিঃ ১৪৪/১৪৫ ধারায় ১১৬/২২ নং মোকদ্দমা করিয়াছেন যাহা বিচারাধীন আছে বটে। আমি নিরুপায় হয়ে কয়েকবার মামলা করেও কোন প্রতিকার না পেয়ে আপনাদের মাধ্যমে প্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তাদেরকে অবগত করতে চাই।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com