ঢাকাশুক্রবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

পুঠিয়ার শিলমাড়িয়া উন্নয়ন সংস্থার নতুন কমিটি : সভাপতি রাসেল, ইব্রাহিম সম্পাদক

মোবারক হোসেন
মে ২, ২০২২ ৫:২৫ অপরাহ্ণ
Link Copied!

সামাজিক কাজের ইতিবাচক ধারার সংগঠন রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া উন্নয়ন সংস্থা। একতা, বিশ্বস্ততা, স্বশিক্ষা ও সততা এই চারটি মূলনীতি নিয়ে গঠিত হয় সংস্থাটি। ২০১৮ সালে স্থাপিত সামাজিক এই সংগঠনের নতুন কমিটিতে সভাপতি রাসেল আহমেদ এবং সাধারণ সম্পাদক ইব্রাহিম ইসলামকে মনোনীত করা হয়েছে।

সম্প্রতি সংস্থাটির ফেইসবুক পেইজে ৫১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়, যার সকলেই বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

জানা যায়, শিক্ষার্থীদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠনটি বিভিন্ন সামাজিক সচেতনতা, অবক্ষয়, আর্থসামাজিক উন্নয়ন নিয়ে ইতিমধ্যে কাজ করে সুনাম অর্জন করেছে। তাছাড়া করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সংস্থার সদস্যরা অগ্রনী ভূমিকা পালন করেছে৷ এছাড়াও বিনামূল্যে রক্তের গ্রুপিং কর্মসূচি, খেলাধুলার আয়োজন ও সেমিনার সহ বিভিন্ন সামাজিক কাজ করে যাচ্ছে তারা।

নব নির্বাচিত সভাপতি রাসেল আহমেদ রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এবং সাধারণ সম্পাদক ইব্রাহিম ইসলাম রাজশাহী প্রোকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

এছাড়াও সহ-সভাপতি পদে সিমন্তীনি সম্পা, ফয়সাল মাহমুদ, রায়হান খান, দেলোয়ার হোসেন ও মোসাব্বিরুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক মিহির প্রাং, কুরবান আলী, আশিক রহমান, জাহিদ হাসান ও আসিফ আহমেদ, সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম রনি, হোসেন মোল্লা, ফিরোজ মাহমুদ ও রিজু আহমেদ, দপ্তর সম্পাদক ইমন আলী, প্রচার বিভাগে রাসেকুর ইসলাম, কোষাধ্যক্ষ হাসিবুল ইসলাম, স্বাস্থ্য সম্পা জাহান, শিক্ষা আসাদুল ইসলাম, ধর্ম শামীম হোসেন, পরিবেশ অচিন্ত সরকার, ত্রাণ ও দূর্যোগ হানিফ উদ্দিন, বিজ্ঞান ও প্রযুক্তি, মিঠন সাকিদার, ক্রীড়া আল-আমিন, সমাজ সেবা শুভ কুমার, সাংস্কৃতিক কোয়েল মাহমুদ অভি এবং সদস্য খাইরুল ইসলাম সজীব, তানজিদ হাসান রাফি, তালহাবিল বাঁধন, রায়হান ইসলাম, বিলাশ আহমেদ, আরিফ ইসলাম, রাব্বি আহমেদ, তনয় কুমার, রেজাউল ইসলাম, মইনুল ইসলাম, বাপ্পি রহমান, রাসেল প্রাং, রকিবুল ইসলাম রকি। এবং “সদস্য” পদে রয়েছেন আরফিন আজাদ, রতন আহমেদ, আরিফুল ইসলাম, মিলন হোসেন, সজীব কুমার, তুষার কুমার, আব্দুর রাজ্জাক, দেব মন্ডল, জাহিদ হাসান ও নাইম আহমেদকে মনোনীত করা হয়েছে।

রাসেল আহমেদ বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকেই ভালো কাজের গুরুত্ব সবার মাঝে ছড়িয়ে দিয়ে মন্দকে পরিহার করে দেশের কল্যাণে নিজেদের গড়ে তোলতে হবে এ লক্ষ্য নিয়েই এগিয়ে যাবো আমরা।

ইব্রাহিম ইসলাম বলেন, সবসময়ই নতুন প্রজন্মকে ভালো কাজে উদ্বুদ্ধ করতে চাই, সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com