খাগড়াছড়ির রামগড়ের বিবি খতিজা(৫৫) নামের এক মহিলার গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৪ শে জুলাই) সকাল দশটায় রামগড় পৌরসভার ২নং ওয়ার্ডের পরিত্যক্ত রাইস টনিক (মদ কারখানা) থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
সে রামগড় পৌরসভার ১নং ওয়ার্ডের বল্টু রাম গ্রামের মোঃ নুরুল আলমের স্ত্রী।
খাদিজার বড় ছেলে কাঠ মিস্ত্রি নুরুল ইসলাম জানান, ২০ জুলাই রাতে সবাই ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে মাকে খুজে না পেয়ে সারাদিন আত্নীয় স্বজনের বাসায় খোঁজাখুঁজি করি।কোথাও সন্ধান না পেয়ে ২১শে জুলাই রামগড় থানায় নিখোঁজ ডাইরি করি, ডাইরি নং ৭৬৯।
স্হানীয় ভাবে খোঁজাখুঁজির এক পর্যায়ে আজ (২৪জুলাই) সকাল ১০টায় দুর্গন্ধের সূত্র ধরে স্হানীয় মহিলারা রাইস টনিকে(মদ ফেক্টরি ) খোঁজাখুঁজি সময় পরিত্যাক্ত একটি রুমে অর্ধগলিত মহিলার লাশ দেখতে পেয়ে রামগড় থানা পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,গলিত লাশের খবর পেয়ে আমি পুলিশ ফোর্স নিয়ে ঘটনা স্হলে গিয়ে মধ্যবয়সী মহিলার অর্ধগলিত মরদেহ উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য লাশ খাগড়াছড়ি জেলা সদরে পাঠানো হয়েছে। এ ব্যাপারে রামগড় থানায় মামলা প্রক্রিয়া চলছে। মৃত্যুর কারন উদঘাটনে পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে বলে তিনি জানান।
—————
আলমগীর হোসেন
খাগড়াছড়ি।
২৪/৭/২০২২
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com