গত ৫ ই অক্টোবর- ২০২২ তারিখ মুক্তাগাছা পাইকা শিমুল নতুন বাজার গরুর হাট হাসিল ঘর সংলগ্ন মাঠে শারদীয় সাংস্কৃতি অনুষ্ঠান চলাকালে মোঃ সারোয়ার রহমান শান্ত (১৭), পিতা-মোঃ মতিউর রহমান মতি, সাং-মুজাটি পূর্বপাড়া, থানা-মুক্তাগাছা, জেলা-ময়মনসিংহকে রাত ২০.৩০ ঘটিকায় অজ্ঞাত আসামীরা ছুরিকাঘাতে হত্যা করে। মোঃ সারোয়ার রহমান শান্ত (১৭) কে হত্যার অভিযোগে অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে মুক্তাগাছা থানার মামলা নং-০৬, তারিখ-০৭/১০/২০২২ খ্রিঃ, ধারা-৩০২ পেনাল কোড রুজু হয়। মাননীয় পুলিশ সুপার, ময়মনসিংহ মহোদয় হত্যার রহস্য উদঘাটন ও হত্যাকারীদের গ্রেফতারের জন্য জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহকে মুক্তাগাছা থানা পুলিশের সহিত যুগপৎভাবে তদন্ত ও অভিযান পরিচালনা করার জন্য নির্দেশ প্রদান করেন। জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর একটি চৌকশ টিম ঘটনার রহস্য উদঘাটন করে। অক্টোবরে ১০ তারিখে মুক্তাগাছা থানা এলাকা হতে হত্যাকান্ড ও আইনের সাথে সংঘাতে জড়িত শিশু ১। মোঃ তারিকুল ইসলাম লিমন (১৭), পিতা-মোঃ বাবর আলী, মাতা-মোছাঃ লাইলি বেগম, ২। মোঃ রবিউল হাসান শুভ (১৭), পিতা-সাইদুল ইসলাম রাজা, মাতা-রহিমা খাতুন, উভয় সাং-কান্দিগাঁও, থানা-মুক্তাগাছা, জেলা-ময়মনসিংহদ্বয়কে আটক করে ঘটনার বিষয় জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদকালে আইনের সাথে সংঘাতে জড়িত শিশু ১। মোঃ তারিকুল ইসলাম লিমন (১৭), ২। মোঃ রবিউল হাসান শুভ (১৭) দ্বয় মোঃ সারোয়ার রহমান শান্ত (১৭) কে হত্যার বিষয়ে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে। লিমন ও শুভ আরো জানায় যে, হত্যাকান্ড সংঘটিত হওয়ার ৮/১০ দিন পূর্বে বিরোধের জের ধরে পলাতক আসামীদের সহিত আলোচনা করে সারোয়ার রহমান শান্ত (১৭) কে হত্যার পরিকল্পনা চূড়ান্ত করা হয়। পূর্ব পরিকল্পিতভাবে আইনের সাথে সংঘাতে জড়িত শিশু ১। মোঃ তারিকুল ইসলাম লিমন (১৭), ২। মোঃ রবিউল হাসান শুভ (১৭) এবং পলাতক অপর ২ আসামী ধারালো ছোরা নিয়ে সারোয়ার রহমান শান্ত (১৭) কে হত্যার জন্য ঘটনাস্থলে অপেক্ষমান থাকে। এমতাবস্থায় ০৫/১০/২০২২ তারিখ রাত অনুমান ২০.৩০ ঘটিকার সময় সারোয়ার রহমান শান্ত (১৭) কে লোকচক্ষুর আড়ালে ছুরিকাঘাত করে আইনের সাথে সংঘাতে জড়িত শিশু ১। মোঃ তারিকুল ইসলাম লিমন (১৭), ২। মোঃ রবিউল হাসান শুভ (১৭) এবং পলাতক অপর ২ আসামী পালিয়ে যায়। আইনের সাথে সংঘাতে জড়িত উক্ত শিশুদ্বয়কে অদ্য ১১/১০/২০২২ তারিখ জনাব মোঃ তাজুল ইসলাম সোহাগ ও জনাব ইকবাল হোসেন, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ মহোদয় এর আদালতে উপস্থাপন করিলে তারা স্বেচ্ছায় কাঃবিঃ ১৬৪ ধারা মোতাবেক হত্যার কান্ডের বিষয়ে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে। সারোয়ার রহমান শান্ত (১৭) এর হত্যা কান্ডের সহিত জড়িত পলাতক অপর আসামীদেরকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com