ঢাকাশুক্রবার , ৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

শ্রীপুরে পুলিশের হাত থেকে বাঁচতে নদীতে লাফ দিয়ে নিখোঁজ যুবক

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
এপ্রিল ৪, ২০২২ ১০:৫০ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের শ্রীপুর উপজেলায় পুলিশের ভয়ে এক আসামী শীতলক্ষা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন।

সোমবার দুপুর থেকে নিখোঁজ যুবকের সন্ধানে টঙ্গী ফায়ার সার্ভিসের চার সদস্যের একটি ডুবুরি দল নদীতে কাজ করছে। বিকেল চারটা পর্যন্ত নিখোঁজ যুবকের সন্ধান পায়নি ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

এই আসামীর বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে।

রোববার (৩ এপ্রিল) ইফতারের আগে শ্রীপুর উপজেলার বরমা দক্ষিণ জেলেপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

শ্রীপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ও স্থানীয়রা জানান, একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।

যুবকের নাম মো. মামুন (১৯)। তিনি উপজেলার বরমী ইউনিয়নের বরামা গ্রামের মো. নূরুল ইসলামের ছেলে।

বরমা দক্ষিণ জেলেপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে। এর বিরুদ্ধে নানা অপরাধে অন্তত ৭টি মামলা রয়েছে।

একাধিক মামলায় পরোয়ানা থাকায় তাকে আটকের অভিযান চালায় পুলিশ। উপপরিদর্শক মোঃ শাকিল হোসেন তার ফোর্স নিয়ে ওই এলাকা থেকে মামুনকে আটক করেন। আটকের পর গাড়িতে করে থানায় নিয়ে যাওয়ার পথে দৌড়ে পালানোর চেষ্টা করে মামুন। এ সময় পুলিশ তাকে আবারও আটকের চেষ্টা করে। মামুন পুলিশের হাত থেকে পালাতে পাশের শীতলক্ষ্যা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়।

খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গেলেও ডুবুরি দল না থাকায় ফিরে আসে।

এদিকে সোমবার (৪ এপ্রিল) সকাল থেকে শীতলক্ষ্যায় নিখোঁজ মামুনকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন স্বজনরা। তারা জানিয়েছেন, এখন পর্যন্ত মামুনের কোনো খোঁজ তারা পাননি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com