ঢাকাবুধবার , ১৫ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

সাভারে ছুরিকাঘাতে যুবক জখম

সাভার প্রতিনিধি
এপ্রিল ৯, ২০২২ ৩:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

সাভারে পূর্বশত্রুতার জের ধরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আমিন (২২) নামের এক যুবক আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে সাভার পৌরসভার সিআরপি রোডের পল্লী বিদ্যুৎ অফিস এলাকায় এ ঘটনা ঘটে।

পরে আহত আমিনকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় সাভার মডেল থানার এএসআই নাজমুল ঘটনাস্থল পরিদর্শন করেন। আহত আমিন ওই এলাকার মুন্সি মোল্লার ছেলে। সে শিমুলতলা এলাকার একটি টাইলসের দোকানের কর্মচারী।

প্রতক্ষ্যদর্শীরা জানায়, পৌর এলাকার শাহীবাগের নাঈম, পাপ্পু, হাবীব, মিলন ও মুন্নাসহ তার সহযোগীরা এলাকায় কিশোর গ্যাং হিসেবে পরিচিত। বিভিন্ন বিষয় নিয়ে আহত আমিনের সঙ্গে কিশোর গ্যাংয়ের বিরোধ চলে আসছিল। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সিআরপি রোডের পল্লী বিদ্যুৎ অফিস এলাকায় পৌঁছলে কিশোর গ্যাংয়ের সদস্যরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আমিন ও তার দুই বন্ধু ইয়াসিন এবং সিফাতের ওপর হামলা চালায়।

এক পর্যায়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা আমিনের হাতে ও পিঠে ছুরি দিয়ে আঘাত করে হত্যাচেষ্টা চালায়।পরে আহতদের মধ্যে দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং আমিনকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম পিপিএম বলেন, যারা এর জন্য দায়ী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com