গাজীপুরে সিঁধ কেটে ঘরে ঢুকে অটোরিকশা চালক আনোয়ার হোসেন (৫০) শ্বাসরোধে হত্যার ঘটনায় ৩ আসামি কে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলের দিকে ২৪ ঘন্টার মধ্য অভিযুক্তদের গ্রেফতার করে সংবাদ সম্মেলনে তথ্য নিশ্চিত করেন সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) আজমীর হোসেন।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে স্বীকার করে রাত ১১টায় সিঁধ কেটে ঘরে প্রবেশ করে তারা। অটোরিকশা বের করার সময় শব্দ পেয়ে আনোয়ার হোসেন টের পেলে প্রধান আসামি রুহুল আমিনকে চিনে ফেলে। পরে রুহুল ও তার দুই সহযোগী আত্মরক্ষায় গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যাকাণ্ড ঘটায়। মূল ঘাতক রুহুল নিহত আনোয়ার ওরফে আনুর প্রতিবেশী ভাতিজা।
গ্রেফতারকৃতরা হলেন, শ্রীপুরের বাঁশবাড়ি গ্রামের মৃত ফরহাদ আলীর ছেলে রুহুল আমিন, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নায়ায়নদাহ গ্রামের শুক্কুর আলীর ছেলে আব্দুর রহিম, এবং ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার চন্দ্রকোণা গ্রামের ফারুক হোসেনের ছেলে শরিফ আহমেদ ।
এ সময় ছিনতাইকৃত অটোরিকশাটিও উদ্ধার করা হয়।
উল্লেখ্য ১০ এপ্রিল রাতে সিঁধ কেটে ঘরে ঢুকে আনোয়ার হোসেন নামে এক চালককে শ্বাসরোধে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
দ্রুত সময়ের মধ্যে অভিযুক্ত দের আইনের আওতায় আনাতে এলাকাবাসী সহ সমাজের বিভিন্ন মহল খুশি ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com