সাভারে চলন্ত বাসে শ্লীলতাহানির শিকার হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দুই নারী শিক্ষার্থী। এসময় তাদের পরনের কাপড় কেটে শ্লীলতাহানির করার অভিযোগে হারুন অর রশিদ (৫০) নামে এক বৃদ্ধকে আটক করে পুলিশে সোপর্দ করে গাড়িতে থাকা অন্য যাত্রীরা।
শনিবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যাণ্ড এলাকায় চলন্ত বাসে এই ঘটনা ঘটে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই নারী শিক্ষার্থীরা।
আটক হারুন অর রশিদ গাজিপুর জেলার কাপাসিয়া উপজেলার মৃত হাশেম মোড়লের ছেলে।
পুলিশ জানায়, শনিবার বেলা ১১টার দিকে ভুক্তভোগী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই নারী শিক্ষার্থী জাবির প্রান্তিক গেট থেকে ঠিকানা পরিবহনের একটি বাসে চড়ে ঢাকার আজিমপুরে যাচ্ছিলেন। পথিমধ্যে বেলা সাড়ে ১১টার দিকে বাসটি সাভারের হেমায়েতপুর বাসস্ট্যাণ্ড এলাকায় পৌঁছালে বাসে তাদের পেছনে বসা অভিযুক্ত ওই বৃদ্ধ সিটের নিচ দিয়ে তাদের শরীরের পেছনের স্পর্শকাতর স্থানে বেশ কয়েকবার স্পর্শ করে। পরে ভুক্তভোগী ওই ছাত্রী বিষয়টি টের পেয়ে তার জামার পেছনে হাত দিয়ে দেখতে পায় তার জামাটির কিছু অংশ কাটা। বিষয়টি সাথে থাকা অপর শিক্ষার্থীকে জানালে পরে তার জামার পেছনে হাত দিয়ে দেখে তার পরনের জামাটিও কাটা। এঘটনায় তারা অভিযুক্ত হারুনকে হাতেনাতে ধরে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে যে তিনি অসৎ উদ্দেশ্যে তাদের দুইজনের জামার অংশ কাটার দিয়ে কেটে শরীর স্পর্শ করেছেন। এ সময় বাসে থাকা বাকি যাত্রীরা ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত বৃদ্ধকে মারধর করে স্থানীয় হেমায়েতপুর ট্যানারি পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে।
এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, অভিযুক্ত আটক ব্যক্তির বিরুদ্ধে ভুক্তভোগী শিক্ষার্থীরা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। এ ঘটনায় প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলমান রয়েছে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com