ঢাকারবিবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

কুমিল্লার বাঙ্গরা বাজার থানা পুলিশের অভিযানে ৮ কেজি গাঁজাসহ আটক ২

কুমিল্লা জেলা প্রতিনিধি
এপ্রিল ২৫, ২০২২ ৬:০৩ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাংগরা বাজার থানা পুলিশের অভিযানে ৮ কেজি গাঁজাসহ দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রবিবার সকালে বাঙ্গরা বাজার ডাচ্ বাংলা ব্যাংকের এটিএম বুথের সামনে কোম্পানিগঞ্জ টু নবীনগর রোডে এসআই কাজী শাহনেওয়াজ, এসআই কৃষ্ণ মোহন নাথ সঙ্গীয় ফোর্স নিয়ে একটি অটোরিক্সায় তল্লাশি চালিয়ে ৮ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেন। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন উপজেলার হায়দ্রাবাদ গ্রামের মৃত শাজাহান মিয়ার ছেলে মোঃ জাফর মিয়া (২৬), একই গ্রামের আবু সাঈদের ছেলে মোঃ আল আমিন (২০)।

বাংগরা বাজার থানায় এসআই কাজী শাহনেওয়াজ বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এবং ১৯ (খ)/৩৮/৪১ ধারায় মামলা দায়ের করেন।
বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার জানান, কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ মহোদয়ের দিকনির্দেশনায় আমরা নিয়মিত মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে সফল হয়ে আসছি। আটককৃত আসামি দু’জনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে (মামলা নং ১০) হয়েছে।আসামীদের সোমবার কুমিল্লা আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com