ঢাকাবৃহস্পতিবার , ১২ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

ময়মনসিংহে কোতোয়ালীর অভিয়ানে সাজাপ্রাপ্তসহ ১৬ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
এপ্রিল ২৯, ২০২২ ১১:১৫ অপরাহ্ণ
Link Copied!

 

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, ঈদ পুর্ব মুহুর্তে নগরবাসিসহ বিভাগীয় নগরীর উপর দিয়ে চলমান সাধারণ মানুষজন, কেনাকাটা করতে আসা লোকজন এবং ব্যবসায়ীদেও নিরাপত্তা ও শান্তি শৃংখলা রক্ষায় পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে কঠোর অবস্থানে রয়েছে কোতোয়ালী পুলিশ। এ লক্ষে গত ২৪ ঘন্টায় পুলিশ অভিযান পরিচালনা করে ১৬ জনকে গ্রেফতার করে।
এর মাঝে এসআই রাশেদুল ইসলামের নেতৃত্বে একটি টীম চরপাড়া এলাকা থেকে চুরি পুরাতন মামলার আসামী মোঃ সাজ্জাদ ও মোঃ ফারুক মিয়া ওরফে আজিজুলকে গ্রেফতার করে। এসআই আরিফুল ইসলামের নেতৃত্বে একটি চরপাড়া এলাকা থেকে যৌনপীড়ন করার অপরাধে ফয়সাল আহম্মেদ রিগান, এসআই আবুল কাশেমের নেতৃত্বে একটি টীম চর আনন্দিপুর এলাকা দস্যুতার অপরাধে দেশীয় অস্ত্র সহ মোঃ সুজন মিয়া, মোঃ এনামুল ইসলামকে গ্রেফতার করে। এসআই হারুনুর রশিদের নেতৃত্বে একটি টীম পাটগুদাম দুলদুল ক্যাম্প থেকে মাদক ব্যবসায়ী রাকিবুল হাসান রাজিবকে গাজাসহ, এসআই অসীম কুমার দাসের নেতৃত্বে একটি টীম শম্ভুগঞ্জ সবজিপাড়া থেকে জাহাঙ্গীর মীর ও মোঃ মিজানুর রহমানকে ১৬ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। এসআই(নিঃ) নিরুপম নাগের নেতৃত্বে একটি টীম থানা বলাশপুর মরাখলা থেখে ছিনতাইকারী কাওসার ও রওনককে গ্রেফতার করে। এএসআই মঞ্জুরুল হকের নেতৃত্বে একটি টীম পাটগুদাম ব্রীজ মোড় থেকে মোঃ জামাল মিয়া, এসআই মেহেদী হাসানের নেতৃত্বে একটি টীম দুলদুল ক্যাম্প থেকে মাদক ব্যবসায়ী মাহবুবকে গাজাসহ গ্রেফতার করে। এসআই হারুনুর রশিদের নেতৃত্বে একটি টীম ঝাপারকান্দা থেকে ধর্ষন মামলার আসামী বকুল সর্দারকে গ্রেফতার করে। এছাড়া এসআই কুমোদলাল দাস, এএসআই রেজাউল করিম এবং সাইফুল ইসলাম সাজাপ্রাপ্ত ও পরোয়ানামুলে আরো তিনজনকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ নূরুল ইসলাম ও মোঃ কামরুল। উল্লেখ্য কামরুলের নামে একাধিক ওয়ারেন্ট রয়েছে। শুক্রবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com