ঢাকাবুধবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

কুমিল্লার তিতাসে প্রবাসীর স্ত্রীকে ২ দফা পিটিয়ে আহত করার অভিযোগ

কুমিল্লা জেলা প্রতিনিধি
এপ্রিল ২৯, ২০২২ ১১:২২ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার তিতাসের শাহাপুর গ্রামের মধ্য পাড়ার সৌদি প্রবাসী ইয়াছিন সরকারের স্ত্রী ফারজানা (৩২)কে উপূর্যোপুরি ২ বার পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে একই গ্রামের গৃহিনী হাসানের মেয়ে নাহিদার বিরুদ্ধে।

এই মর্মে থানায় একটি অভিযোগ হয়েছে। দুই দফা মার খেয়ে তার ব্রেন আউট হয়ে গেছে বলে জানান তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর কর্তব্যরত চিকিৎসক। তাকে মুমুর্ষ অবস্থায় দ্রুত ঢাকার একটি মেন্টাল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এলাকাবাসী ও ভিক্টিমের স্বজনদের সূত্রে জানাযায়, গতকাল সকাল ১০ টায় হাসনের মেয়ে নাহিদার কাছে ফারজানা পাওনা টাকা চাইতে গেলে উভয়ের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে ফারজানাকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মারতে থাকে নাহিদা।তার পর আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে তার ঘরে নিয়ে যায়।

তারপর পুনঃরায় বেলা ১২ টার দিকে তিন সন্তানের জননী ফারজানাকে ঘরে একা পেয়ে নাহিদা তার ঘরে ঢুকে তার চুলের মুঠি ধরে মাথা দু পায়ের সাথে চেপে ধরে আঘাতের পর আঘাত করে তার মাথার চুল উপরে ফেলেন বলে জানান তারা। স্থানীয়রা তাকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাবার পর থেকেই ফারজানা অস্বাভাবিক আচরন করে এবং যাকে কাছে পায় তাকেই মারতে ও কামড়াতেও যায়।
এ ব্যাপারে তিতাস থানায় অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাস বলেন, ঘটনাস্থলে আমরা পুলিশ পাঠিয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবো।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com