ঢাকাবুধবার , ১৯ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

স্বামীর সাথে রাগ করে স্ত্রীর আত্মহত্যার অভিযোগ

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
মে ৭, ২০২২ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরের নগরকান্দা উপজেলার শহীদনগর ইউনিয়নের দেলবাড়িয়া গ্রামের জাফর কাজীর ছেলে জুবায়ের কাজী (২৫) এর স্ত্রী রুমা আক্তার (২০) গলায় ওড়না পেচিয়ে ফ্যানের সাথে জুলে আত্মহত্যা করে বলে নিহতের স্বজনরা জানান।

জুবায়ের কাজী প্রায় দুই বছর আগে একই উপজেলার বড় কাজুলি গ্রামের লিকু মোল্লার মেয়ে রুমা’কে বিয়ে করে।জুবায়েরের প্রথম স্ত্রী চলে যাওয়ার পর রুমাকে বিয়ে করে।বিয়ের সময় যৌতুক হিসাবে নগদ ৬০ হাজার টাকা দেয় এবং আরো কিছু দেওয়ার কথা থাকে তা বিয়ের পরে দিয়ে দিবে বলে চুক্তি থাকে।বিয়ের দুই বছর এর মধ্যে প্রায় ৫ মাস আগে স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া হলে স্বামীর ঘর না করার সিদ্ধান্ত নেয় রুমা। চলে যায় পিতার বাড়ি। সেখান থেকে অভিভাবকদের মাধ্যমে পুনরায় রুমাকে নিয়ে আসে জুবায়ের। রুমা ও জুবায়ের চলে যায় ঢাকায়।যাত্রাবাড়ি থানা এলাকার মাতাইলে বাসা ভাড়া করে থাকেন এবং দুইজনে প্রাইভেট চাকরি করেন।
৭ মে সকালে নাস্তা নিয়ে স্বামী জুবায়ের কাজীর সাথে ঝগড়া হয় রুমার।সকালে জুবায়ের গ্যারেজে গেলে ঘরের দরজা আটকিয়ে গলায় ওড়না পেচিয়ে ফ্যানের সাথে আত্মহত্যা করে বলে জুবায়ের বাবা জাফর কাজী বলেন।
খবর পেয়ে যাত্রাবাড়ি থানার পুলিশ ঘটনা স্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে রুমার ঝুলন্ত লাশ উদ্ধার করে।
রুমার মৃত্যুর খবর পেয়ে তার বাবা লিকু মোল্লা রুমার লাশ আনতে ছুটে জান ঢাকা।
নিহত রুমার পরিবারের লোকজন বলেন বিয়ের পর থেকে স্বামীর নির্যাতনের শিকার হয়ে আসছে, রুমাকে জুবায়ের মেরে ফেলছে বলেও তারা ক্ষোভ প্রকাশ করেন। রুমার মৃত্যুর ব্যপারে নগরকান্দা থানায় যোগাযোগ করলে তাদের কাছে কেউ এখন পর্যন্ত জানায়নি বলে জানান।
লাশের ময়নাতদন্তের পর ঢাকা থেকে রুমার লাশ বাড়িতে নিয়ে আসবে বলে জানান লিকু মোল্লা। এছাড়া তিনি এই হত্যার বিচার দাবি করেন। নিহত রুমার শশুর জাফর কাজী বলেন ছেলে ও ছেলের বউ থাকে ঢাকায়,আমরা বাড়িতে থাকি, সকালের নাস্তা খাওয়া নিয়ে ছেলে আর ছেলের বউ ঝগড়া হয় বলে শুনেছি তারপর ছেলে গ্যেরেজে গেলে ঘরের দরজা আটকিয়ে বউ গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে বলে বাড়িতে খবর আসে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com