ঢাকাশুক্রবার , ১৭ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

ফরিদপুরে চোরাই মোটরসাইকেল ও  ইয়াবা ট্যাবলেটসহ আটক ১

ফরিদপুর প্রতিনিধি
মে ৩১, ২০২২ ৬:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর কোতয়ালী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (৩০ মে) দিবাগত রাতে সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নে অভিযান চালিয়ে কবিরপুর ৭ নং গুচ্ছু গ্রাম হতে সাহেব আলী (৩২) নামে একজনকে গ্রেফতার করে।

জানা যায়, আটক সাহেব ফকির ওই এলাকার মকিম ওরফে মকু সরদারের পুত্র।

এসময় তার কাছ থেকে ৫টি চোরাই মোটরসাইকেল ও ৫০০ (পাঁচশত) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ব্যাপারে  অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামাল পাশা জানান, সাহেব আলীকে আটকের পর তার কথা মতো নর্থচ্যানেল রশিদ মুন্সির ডাঙ্গী এর সাদ্দাম মোল্যার (৩৫) বাড়িতে অভিযান চালিয়ে আরো ৭টি সহ সর্ব মোট ১২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সাদ্দাম পালিয়ে যায়।

তিনি আরো জানান, ফরিদপুর শহর এলাকা হইতে মোটরসাইকেল চুরি করে সঙ্গে সঙ্গে মোবাইল ফোনে চোরাই মোটরসাইকেলের মূল্য নির্ধারণ করে মোটরসাইকেলটি সিএন্ডবি ঘাটে নিয়ে যায় এবং  সেখান থেকে সাহেব আলী  এবং পলাতক আসামী সাদ্দাম ট্রলারে পার করিয়া নর্থচ্যানেল এলাকায় নিজ হেফাজতে রেখে ক্রয়-বিক্রয় করে।

এই ঘটনায় কোতয়ালী থানার উপপরিদর্শক দেলোয়ার ফকির বাদি হয়ে দুটি মামলা দায়ের করেছেন।

উল্লেখ্য, আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com