মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতে বিজেপি নেতার কটূক্তির প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গওহরডাঙ্গা মাদ্রাসার উদ্যোগে এই কর্মসূচী পালন করা হয়। রোববার সকালে গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে ৩ ঘন্টা ধরে চলা এ কর্মসূচিতে সহ¯্রাধিক মাদ্রাসা শিক্ষক ও শিক্ষার্থী অংশ নেন। সাধারণ মুসল্লিরাও এতে যোগ দেন। জেলার বিভিন্ন স্থান থেকে সহ¯্রাধিক মুসল্লি মিছিল সহকারে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচীতে অংশ নেন। প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
কটূক্তির প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে মাওলানা উসামা আমিন সভাপতিত্ব করেন। এতে মাওলানা ফরিদ আহম্মেদ, মাওলানা জিন্নাত আলি, মুফতি মো: মঈন উদ্দিন, মুফতি হাফিজুর রহমান, মুফতি নুরুল ইসলাম, মুফতি মহিবুল ইসলাম, মাওলানা গাউসুর রহমানসহ অন্তত ৪০ জন মুসল্লি বক্তব্য রাখেন।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com