ফরিদপুরের জেলা উন্নয়ন কমিটির সভা রোববার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায় এর সভাপতিত্বে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির অনুষ্ঠেয় এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা।
এছাড়া ফরিদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা সহ সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যান বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মাসিক জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভার মাধ্যমে জেলার উন্নয়ন ক্রমন্বয়ে বৃদ্ধি পাচ্ছে অভিমত দিয়েছেন সভার বক্তারা।