গর্বের পদ্মা সেতু উদ্বোধনের আনন্দ ছড়িয়ে পড়েছে পাহাড়ি জেলা খাগড়াছড়িতেও। এ উপলক্ষে খাগড়াছড়ি সরকারি হাইস্কুল মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় আনন্দ উৎসবের।
শনিবার সকাল থেকেই জেলার শিল্পীরা সাংস্কৃতিক পরিবেশনায় মূখর করে তোলেন। এসময় পদ্মাসেতু উদ্বোধনী অনুষ্ঠান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষন দেখানো হয়।
এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের সাধারণ মানুষ যোগ দেন। এছাড়া আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলে দলে অংশ নেন।
এসময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার আব্দুল আজিজ, পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী ও মং সার্কেলের রাজা সাচিংপ্রু চৌধুরী উপস্থিত ছিলেন।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com