ঢাকারবিবার , ২৩ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

ঈদুল আযহা উপলক্ষে সিলেটে বসবে ৪১টি পশুর হাট

জাগো বুলেটিন
জুন ৩০, ২০২২ ৭:০৪ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এবার সিলেট মহানগরীসহ জেলায় মোট ৪১টি পশুর হাট বসবে। এর মধ্যে মহনগরীতে ৬টি ও জেলার বিভিন্ন উপজেলায় ৩৫টি পশুর হাট অনুমোদন দিয়েছে সিলেট জেলা প্রশাসন।
বুধবার বিকেলে সিলেট জেলা প্রশাসকের হলরুমে পবিত্র ঈদুল আজহা উদযাপন ও অস্থায়ী পশুরহাট স্থাপন উপলক্ষে এক প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে সভায় স্থানীয় সরকার বিভাগ সিলেটের উপ-পরিচালক মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার সাদাতসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
জেলা প্রশাসক জানান, এবার সিলেট নগরীতে ৬টি এবং জেলার বিভিন্ন উপজেলায় ৩৫টি পশুরহাট প্রাথমিকভাবে ঘোষণা করা হয়েছে। এর বাইরে কোথাও কোরবানির পশুরহাট বসার অনুমতি নেই। কোথাও অবৈধভাবে হাট বসালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যাকবলিত সিলেট জেলার সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন। খুব শিগগিরই বন্যা পরবর্তী পুর্নবাসন সংক্রান্ত নির্দেশনা আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com