ঢাকারবিবার , ২৩ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

নীলফামারীতে মাসব্যাপী পুনাকের তাঁত শিল্প মেলা শুরু

জাগো বুলেটিন
জুলাই ২, ২০২২ ১১:৪৯ অপরাহ্ণ
Link Copied!

জেলায় শুরু হয়েছে মাসব্যাপী পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) তাঁত শিল্প ও পণ্য মেলা।
আজ শনিবার বিকেল সাড়ে চারটার দিকে জেলা শহরের বড়মাঠে মেলার ভার্চ্যুয়ালি উদ্বোধন করেন নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
এ সময় পুনাকের জেলা সভাপতি তাসমিয়া জান্নাতের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা দেন- জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, মেলার প্রধান পৃষ্ঠপোষক পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন, জেলা লেডিস ক্লাবের সভাপতি ফারহানা বিনতে আজিজ, নীলফামারী প্রেস ক্লাবের সভাপতি তাহমিন হক ববী, নীলফামারী শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদ সরকার, নীলফামারী টাউন ক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলী জুয়েল প্রমুখ।
এর আগে মেলার প্রধান গেইটে পায়রা, বেলুন উড়িয়ে এবং ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন উৎসব পালন করা হয়।
মেলার প্রধান পৃষ্ঠপোষক পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান জানান, দেশীয় তাঁত শিল্পের বিকাশ ও শিল্পের উৎপাদিত পণ্যের সঙ্গে সাধারণ মানুষের সংযোগ ঘটাতে পুনাক ওই মেলার আয়োজন করে। মেলায় দেশের বিভিন্ন জেলা থেকে ৯০টি স্টল অংশ গ্রহণ করেছে। জুলাই মাসব্যাপী চলবে মেলাটি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com