
বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য, বীর মুক্তিযোদ্ধা মুজিব আদর্শের সৈনিক বীর মুক্তিযোদ্ধা মুকুল বোস মারা পরলোক গমন করেছেন।
তার মৃত্যুতে ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হক, জেলা কমিটির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক শ্যামল কুমার ব্যানার্জী, ফরিদপুর জেলা মৎসজীবি লীগের আহবায়ক কাজী আব্দুস সোবহান, শিবাজী নিকেতন গোপালগঞ্জ, ফরিদপুরসহ বিশিষ্ট রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ শোক জ্ঞাপন করে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, শনিবার ভোরে ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
